আমাদের কথা খুঁজে নিন

   

পত্রিকা পোড়ানোর চেতনা নিয়ে গণতন্ত্র চলে না : তারুণ্যের সঙ্গে প্রজ্ঞার সমন্বয় দরকার

ফেরার পথে দেখা, আর রব না একা ফাল্গুন মাস এলো বলে। এখনই পড়ন্ত বিকেলে দখিনা হাওয়ার কোমল পরশ অনুভব করা যায়। তাই, শাহবাগের চৌরাস্তাকে কেন্দ্র করে লাখো মানুষের অবস্থান ও আনাগোনাকে যারা ‘শাহবাগ বসন্ত’ নামে আখ্যায়িত করতে আগ্রহী তাদের সঙ্গে মতান্তরে না যাওয়াই ভালো। তবে ঋতুরাজ বসন্ত অন্তর্হিত হয়ে যদি গুটি বসন্তের মহামারি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভয়ের কথা। আমাদের আশঙ্কা, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।

বলা হচ্ছে, একাত্তরের মুক্তিযুদ্ধকালে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের ফাঁসির দাবিতে দলমত ও অবস্থান নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় ফুঁসে উঠেছে বলেই শাহবাগ পরিণত হয়েছে বাঙালির নবজাগরণের মিলনক্ষেত্রে। অবশ্য এই জাগরণ যে যথেষ্ট দেরিতে ঘটেছে তা মানতেই হবে। সরকারের নির্দেশে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। প্রসিকিউশনের সদস্যরা যথেষ্ট সময় নিয়ে মাঠ পর্যায়ে তদন্ত করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছেন। একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছেন।

দুটি ট্রাইব্যুনালে মামলা চলছে। দুটি মামলার রায় হয়ে গেছে। তৃতীয় মামলার রায় যে কোনো দিন হতে পারে। এই সময়ে হঠাত্ চেতনা জেগে উঠলেও তাতে কোনো কিছু প্রভাবিত হওয়ার কথা নয়, অন্তত প্রচলিত আইন সে কথাই বলে। মাহমুদুর রহমান : ভারপ্রাপ্ত সম্পাদক, আমার দেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.