আমাদের কথা খুঁজে নিন

   

পরবর্তী টিকা দিবসে অভিভাবকরা কি নিঃশ্চিন্ত থাকবে?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি 'অ্যালবেনডাজোল' খেয়ে অসুস্থ হয়ে পড়ছে দেশের বেশ কয়েকটি অঞ্চলের শিশু। এ পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং সহস্রাধিক শিশু হাসপাতালে ভর্তি। এটা একটা উদ্বেগজনক খবর। প্রায় সব মিডিয়ার কভারেজ পাচ্ছে বর্তমানে।

আমি প্রথম খবরটি দেখেছি একটি জাতীয় দৈনিকে শনিবারে। অথচ শনিবারেই এই টিকা খাওয়ানোর ডেট ছিল। এখানে উল্লেখ্য ঠিক সেই দিনেই আমি ঢাকা শহরের খুব কম জায়গায় টিকা খাওয়ানোর কার্যক্রম চলতে দেখেছি। বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক হারে এই কর্মসূচী চলেনি। বিভিন্ন পাবলিক প্লেসে শুধু হলুদ ব্যানার ঝুলতে দেখেছি কিন্তু কোন ভীড় দেখিনি।

হয়ত সকালে প্রকাশিত ঐ খবরটির কারনেই। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? একটা জীবনরক্ষাকারী টিকাতে এমন ভেজাল বা সমস্যা হলো কি করে? এটা দেখভাল করা সরকারের দায়িত্ব। হয়ত সরকার ঠিকই একটা তদন্ত রির্পোট তৈরী করবে এবং সেটা একসময়ে প্রকাশিতও হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই জীবন-মৃত্যুর ঘটনা নিয়েও সরকারের দায়িত্বশীল মুখপাত্র তাদের কন্টকপূর্ণ বক্তব্য দিতে ছাড়েনি। তারা এটা নিয়েও রাজনীতি করেছেন।

তারা এটাকে একটা বিরোধীদলের অপপ্রচার বা তাদেরই দায়ী করেছেন। কিন্তু মূল ব্যাপারটি অন্য জায়গায়। যে আতংক অভিভাবকদের মধ্যে ঢুকে গেলো এটা দুর হবে কিভাবে? সরকারের তদন্ত রিপোর্ট কি পারবে সেই ভীতি কাটাতে? পরবর্তী টিকা দিবসে বাবা-মায়েরা তাদের সন্তানদের কি সতঃস্ফুর্ত ভাবে টিকা খাওয়াতে নিয়ে যেতে পারবে? সরকার এ প্রশ্ন গুলোর উত্তর কি দিবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।