আমাদের কথা খুঁজে নিন

   

পরিবশে দিবসঃ প্রধাণ মন্ত্রীর মায়া কান্না ( দ্বিতীয় বার পোষ্ট সংশোধিত)

মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............

গত ৫জুন পরিবেশ দিবস উপলক্ষে প্রধাণ মন্ত্রী তার ভাষণে এমন বক্তব্য উপস্থাপন করছেন তাতে মনে হয় আমাদের পরিবেশ নদী রক্ষার জন্য তার ঘুম হারাম হবার জোগার। তনিি দৃঢ় কন্ঠে ঘোষনা ইদয়ছেনে যে ভাবই হোক আমাদরে নদী গুলোকে বাচাতে হব। তার জন্য অনকে প্রকল্প বাস্তবায়নরেও ঘোষণা দয়িছেনে। আবশ্য এর ফাকে তনিি প্রতপিক্ষদরে কটাক্ষ করতে একটুও ভুল করনে ন। একটু মৃদুস্বরে হলও বলছেনে যে কউ যদি তার এই মহৎ প্রয়াস কে উচ্চাভলিাসী বলে সমালোচনাও করে তার জন্য তনি থমে থাকবনে না।

কিন্তু হায় তিনি যা বললেন তাতে আমরা শুষ্ক ঠোটে না হেসে পারলাম না। তিনি পরিবেশ রক্ষার জন্য বলেননি ১। আবিলম্বে ফারাক্কা বাঁধের মাধ্যমে পদ্মাকে ধ্বংশের ভারতীয় চক্রান্ত বন্ধ করতে হবে; গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। ২। আন্তঃ নদী সংযোগের নামে ব্রহ্মপুত্র ও যমুনার পানি সরিয়ে নিয়ে নদী গুলোকে শুকিয়ে ফেলার ভারতীয় চক্রান্ত বন্ধ করতে হবে।

৪। টিপাই মুখে বাধ নির্মাণ করে সুরমা-কুশিয়ারা ধ্বংশের চক্রান্ত রুখো। ৫। সকল আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে এদেশকে মরুভূমি করার চক্রান্ত বন্ধ কর। ৬।

‘উন্মুক্ত মুখ’ পদ্ধতিতে ফুলবাড়ির কয়লা উত্তোলন করে উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করা চলবে না। ৭। লেজার রশ্মি দিয়ে গ্যাস অনুসন্ধানের নামে সুন্দরবন ধ্বংশের চক্রান্ত রুখো। ৮। ঢাকা শহরে কয়েকটি হাউজিং কোম্পানী কর্তৃক হাজার হাজার একর খাস জমি উদ্ধার করতে হবে; দখলকৃত জলাশয় উদ্ধার করে পুণঃ খনন করতে হবে।

৯। শিল্প মলিকদের যথেচ্ছা বর্জ্য নিষ্কাশন বন্ধ করতে হবে; এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ইত্যাদি এসব কি পরিবেশ রক্ষার আওতায় পরে না? না, আসলে তিনি পরিবেশ বলতে কি বুঝাতে চেয়েছেন, আমরা মনে হয় বুঝতেই পারিনাই। হতেও পারে, হাজার হোক তিনি তো অনেক ডিগ্রী দখলে রাখা মানুষ!! তিনি হয়ত পরিবেশ বলতে প্রকৃতিক পরিবেশ না বুঝিয়ে লুটপাটের পরিবেশ রক্ষা করার কথা বলেছেন। তাই তো মনে হয় এ জন্য অনেক বরাদ্দের কথা বলেছেন।

আর প্রকৃতিক পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করতে যার দমন-পীড়নের শিকার হন তাদের কে বাদ দিয়ে যারা দমনের পক্ষে সাফাই গায় তাদেরকেই পুরস্কৃত করেছেন। সত্যিই কি বিচিত্র। আসলে দেশী-বিদেশী পুজিপতিদের স্বার্থ রক্ষার জন্যই তারা পাহারাদার হিসাবে তারা যেন সদা প্রস্তুত। তাহলে জনগণ আমরা কি করব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।