খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
ইতিহাস কথা বলে
ইতিহাস পথ দেখায়
ইতিহাস ভালোবাসতে শেখায় ।
ইতিহাস স্বাক্ষি দেয় অতীতের
ইতিহাস ভিত গড়ে ভবিষ্যতের
ইতিহাস স্বপ্ন আঁকে হৃদয়ে
ইতিহাস ভালোবাসতে শেখায় ।
ইতিহাস মুখ চিনে চলেনা এক রতি
ইতিহাস হারায়না গতি ।
ইতিহাস জীবনের,ইতিহাস সমাজের,
ইতিহাস রাষ্ট্রের,বিশ্বের মহা বিশ্বের
যাই দেখে তাই লেখে ।
ইতিহাস করে উপহাস,করে বিদ্রুপ
যেয় যেমন ঠিক তেমন
যাই দেখে তাই লেখে ।
ইতিহাস মানে ছন্দ আনন্দ
দ্বিধা দ্বন্দ ভালো মন্দ ।
ইতিহাস দ্রোহের ক্রোধের বিদ্রোহের
চলে একে বেঁকে
যাই দেখে তাই লেখে ।
ইতিহাস ভালোকে ভালো
মন্দকে মন্দ বলে ।
ইতিহাস গায় গুনগান করে অপমান
কাউকে মাথায় তুলে
কাউকে ফেলে ঝেড়ে
ইতিহাসের আস্তাকুড়ে ।
ইতিহাস কথা বলে
ইতিহাস পথ চলে
জীবনের পথ ধরে ।
ইতিহাস অর্জনের ইতিহাস বির্সজনের
ইতিহাস করেনা ভয় মানেনা পরাজয়
ইতিহাস অক্ষয় চির অক্ষয়
চির অম্লান
ইতিহাস ঝেড়ে মুছে ফেলে দেয় মান অভিমান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।