ভারতের লগে বাংলাদেশের হার দেখে অনেক কষ্ট লাগছে... তবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে সব কিছু সম্ভব তাই ভেবে মন কে সান্তনা দিচ্ছি ভাবছেন কি আবল তাবল বলছি, ভারত ফেভারিট ওরাই জিতছে, এতে সান্তনা টান্তনা আবার কিসের?? আমার কাছে কিন্তু টি ২০ তে বাংলাদেশই ফেভারিট..
ক্রিকেটের পাগল ভক্ত সেই ছোটবেলা থেকে... সেই প্রিন্সের বোলিং, বুলবুল- আকরাম-নান্নুদের স্বর্ণযুগ... মাঠে গিয়ে কত খেলা দেখা... পকেট রেডিওতে খুদাবক্সের কমেডি ধারাবর্ননা শুনে লাফাতে লাফাতে স্কুলে যাওয়া। আজও এই ব্যস্ততার যুগে বাংলাদেশের খেলা শুনলেই রক্তে বান উঠে, টিভির সামনে বসে যাই ঝালমুড়ি কিংবা বাদাম ভাজার প্যাকেট হাতে। আজ অনেক কাজ, সকাল সকাল অফিস যেতে হবে তবুও রাত জেগে খেলা দেখা। বাংলাদেশের খেলা বলে কথা... একটু আগেই গেইলের নির্মমতার সামনে পাঁচ ওভার হাতে রেখেই অস্ট্রেলিয়ার করুন আত্মসমর্পন দেখে আরও আশাবাদী মন, তামিম ও যদি জ্বলে উঠে, কিংবা আগের সেই মাশরাফি... সাকিব আমার অলটাইম ফেভারিট, সাথে যদি দয়া করে আশার ফুলের কৃপা হয়, যদি নটিংহ্যাম এর ইংল্যান্ডের সাথে সেই বিদ্ধংসী ব্যাটিং আবার দেখা যায় Click This Link
মাশরাফির প্রথম ওভারটা যেমন তেমন, কিন্তু রুবেলের পরের ওভার ভালোই তো ছিলো। কেনো যে রিদমে থাকা রুবেলকে সরিয়ে শাহাদাত কে আনলো... গায়ে গতরে বড় হওয়া মানেই যে সব নয় শাহাদাতের চেয়ে বড় উদাহরণ আর কে দিতে পারবে? আসুরিক চিৎকার দিয়ে শুরু হওয়া বলগুলোর বাউন্ডারির গোল চক্করে করুন আত্তাহুতি দেখে মন খারাপ হয়ে গেলো... তবুও সাকিব এলো ভালো করলো, রিয়াদও খারাপ করছিলো না তবুও ওকে বসায় রুবেল রে দিলো... আর রুবেলের প্রথম বলটাও সেরকম, যুবরাজ কেনো পাড়ার যেকোনো আক্কাস মফিজও সেটাকে বাউন্ডারীতে পাঠাতো... তবুও মন্দের ভালো দুশো হয় নাই, অষ্ট্রেলিয়ার সাথেই তো ১৮০র কাছাকাছি গিয়েছিলো আর এটা তো ভারত..
তামিমের এজ করে বাউন্ডারি দেখে যত ভয় পেয়েছিলাম, শেষ বলে তুলে লং দিয়ে চার তা পোষায় দিলো অনেকখানি, পরের ওভারে জুনায়েদের ছয়... নড়েচড়ে বসার পালা... হটাৎ তামিমের আত্তাহুতি আর মড়ক.. ফুল সাবের কেরামতি অনেক আগেই শেষ, সাকিবও কি যে করলো... ওঝার বীনে সবাই কুপোকাৎ... নির্বাচকদের সবার ফেভারিট রকিবুল খেলা নিয়ে খেলা করলো আর বাকী সবাই এলো আর গেলো.. মাশরাফির ছয় আর নাইমের শেষ ওভার এন্টারটেইনমেন্ট তখন গ্যালারী শো ছাড়া আর কোনো কাজে লাগলো না, আমরা হেরে গেলাম...
মন খারাপ নিয়ে জেগে উঠা একটা ভোরে প্রথম আলো খুলেই কেমন ভালো লাগা জেগে উঠলো... খেলার পাতার একটা ফিচার ঘরে ফিরলো ঘরের ছেলেরা.... শাহরিয়ার নাফিসের মাথায় ঋষিদের মতো চুল, আফতাব আছে সেই আগের মতোই... এই বিশ্বকাপ নিয়ে চিন্তা করে কি হবে, সামনের বিশ্বকাপের কথা ভাবি। রকিবুলের জায়গায় আফতাব, ওপেনিংএ নাফিস, নাইম এর বদলে কাপালী... কে জানে আশরাফুলের জায়গায়ও এদেরই কোনো একজন...আর দশ জন যে যাই বলুক আমি এখনও বিশ্বাস করি আইসিএল বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করে নাই, বরং আইসিএল কেই বাংলাদেশ ক্রিকেটের আরো সহজ চোখে দেখা উচিত ছিলো... যাই হোক দেখা হয় নাই আমাদের দুর্ভাগ্য, এখন তো ফেরা হয়েছে, কুলিং পিরিয়ড মড যাক... বাংলাদেশ আবার আমাদের হাসাবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।