আমাদের কথা খুঁজে নিন

   

মডারেশনে স্বচ্ছতা চাই

স্বচ্ছ মডারেশন চাই

আড্ডায়, চর্চায়, ভাললাগায় উষ্ণতায় ব্লগের তুলনা শুধু ব্লগ। অসম্ভব আবেগের জায়গা থেকে ব্লগিং করি । কারণটা স্বাভাবিক-- ভুলেও ভাবিনি বাংলায় লিখব, কবিতার জন্ম হবে আনাড়ি হাতে। সামহোয়্যারইন লেখার স্পর্ধা এনে দিয়েছে, বিরাট বড় এক পরিবারের আপন করে নিয়েছে অনায়াসে। তাই বোধহয় ব্লগ ও ব্লগার বিষয়ে একটু বেশিই সংবেদনশীল ।

মডারেশনের কাঁচি যখন ছেঁটে দিচ্ছে চিন্তার ডালপালা-মনে করছি প্রতিবাদ হওয়া উচিত। সহব্লগারের কন্ঠ যখন বন্ধ হচ্ছে - আমাদের বলতেই হবে। বাংলাব্লগের প্রদীপ্ত শিশুটি যখন সংক্রমণের মুখে-প্রতিষেধকের কথা স্মরণ করছি বারবার। সমালোচনা মুক্তচিন্তার পৃষ্ঠপোষক। বিরুদ্ধমতের মধ্য দিয়ে তর্কে -দ্বন্দ্বে-যুক্তি-প্রতিযুক্তিতে বাংলাব্লগের উদার জমিনে পথ চলবে আগামীর বাংলা ভাষা।

আমি আশাবাদী । প্রিয় কর্তৃপক্ষ, ব্লগ ব্লগারের জন্য। ব্লগ- মডারেটর শ্রেণীবিভাগ করবেন না। 'দলবাজি', 'ষড়যন্ত্র', 'বিশৃংখলা' ইত্যাদি বহুচর্বিত শব্দের সনাতন জট খুলে বেরিয়ে আসুন। খোলামনে দেখুন , এখানে বন্ধুরা -আমরা ব্লগিং করতে চাই।

প্রিয় প্ল্যাটফর্মকে তাই আত্মশুদ্ধির উদাত্ত আহ্বান জানাই বারে বারে- কর্ণপাত করুন বা না করুন। স্বচ্ছ মডারেশন চাই -মেঘমুক্ত হোক প্রিয় সামহোয়্যারইনের আকাশ--অসীম হোক তার পরিধি। আমার ভাষা এই পথ ধরেই চলে যাবে অমিত গৌরবের সম্ভাবনায় ---আমরা তাকিয়ে আছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।