© তন্ময় ফেরদৌস
তোমরা হচ্ছ জামাত-ছাগু অল্প কজন মোটে,
তোমরা থাকো গদামের উপর দেখলে পালাও ছুটে,
তোমরা ভাদা, তোমরা পাদা, তোমরা বড়ই মন্দ
তোমরা হলে সামু ব্লগের বাল পোস্টের দ্বন্দ।
তোমরা হচ্ছ সুবিধাবাদি তোমরা ছদ্মবেশী
পোস্টে পোস্টে ক্যাচাল করে হাস মুর্খ হাসি,
তোমরা হচ্ছ আওয়ামিলীগ আর বিএনপিএর দালাল
ওদের দেয়া পয়সা নিয়ে পয়সা করছ হালাল।
তোমরা হচ্ছ আবাল ছাগু ঝামেলা সৃষ্টি করে
ব্লগখানিতে হাগিতে হাগিতে দুর্গন্ধে দাও ভরে,
কিছু আছে খামোখা শুধু ক্যাচাল করা নাস্তিক
কিছু আছে গালাগালি করে তারা কেমন আস্তিক ?
কিছু আছে বটে তালগাছবাদি, সুশীল আছে কিছু
ভাদা পাদা আর রাজাকারদের ছায়ার পিছু পিছু।
কিছু আছে ভাই মেয়ে দেখলেই পড়ে জিহবার লুল
তাদের আসলে সামহ্যইয়ার ইনে জায়গা দেয়াই ভুল,
রি-পোস্ট আর অনলাইন আয় সামুতে গিয়াছে ভরিয়া
কপি-পেস্টকেও ছেড়ে দেই কেন কান খুলে যান শুনিয়া।
তোমরা আসলে দূরে দূরে থাক আসতে দাওনা পাশে
তোমরা থাকো হিট যদি পাও সেই আশাতেই বসে,
ব্লগটাকে আজ দুর্বিষহ করছ লিখার তোড়ে
তোমাদের আজ রিমুভ করবো সবাই মিলে ধরে।
ভাবছেন এত কথা কেন বলতে হলো আমাকে ?
কি করবো বলেন, জানেনই তো, খুব ভালবাসি সামুকে।
সবশেষে বলি সামুকে আমরা সবাই ভালা পাই
তাই মডুরে বলি, মডারেশনে পূর্ন সচ্ছতা চাই।
রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট, আমরা আম ব্লগার রা কই যাবো? তাই কিছুটা অভিমান নিয়েই এই পোস্ট।
অনেকেই তো অনেকভাবে অনুভুতি প্রকাশ করে,আমি না হয় একটু ভন্নভাবে প্রকাশ করার চেষ্টা করলাম।
আমি জীবনেও কখনো ছড়া কবিতা লেখি নাই।
এইটা আমার প্রথম প্রচেস্টা।
পাঠকরা আমার সাহস ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
------------------------------------------------------------
পোস্ট উৎসর্গঃ ব্লগার শিপু ভাই।
সখের কবি। ওনার ইভটিজিং সম্পর্কিত পোস্টখানি দেখে আমার প্রথমবারের মত মনে হয়, ছড়া লিখেওতো প্রতিবাদ জানানো যায়।
তারি ফলশ্রুতিতে এই পোস্ট। তাই পোস্ট উৎসর্গ শিপু ভাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।