উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
গ্রন্থপাঠ
খণ্ডখণ্ড মেঘ বক্ষউন্মোচনে
হারায় পাহাড়ের ঢালে
শূন্যচক্ষুদ্বয় হর্ষমন্থনে চৌচির
হাওয়ার ফাঁদে
- বৃক্ষবল্কলে মানুষের ঘ্রাণ
- সমুদ্রস্নান
বালুর অক্ষরে লিখে রাখা গ্রন্থের পৃষ্ঠায়
পতঙ্গজীবন
আর
প্রলাপের ব্যঞ্জনে কান পেতে শুনি
বাতাসে ভাসে পুরনো কালের ধ্বনি
উনুনের নগর
দর্পণে মুঠো ভর্তি স্ফূলিঙ্গ
পাথরখণ্ডের গায়ে ছেনির দাঁত বসানো ছোট ছোট অগ্নিকুণ্ডে
ভেসে উঠছে রহস্যের কোমর
ধুলোর সিংহাসনে যাদুকরের ছড়ানো আঙুলের কৌশলে
মেড়াদের দৃষ্টিচিরে নভোমূলে এবং
স্বহর্ষ রমণীকুলে
উড়ছে উৎফুল্ল স্নায়ুর সচকিত ঝন্ ঝন্
পাতাঝরাদের ভ্রমণ পথের সঙ্গী সেতারের অল্পবয়সী
মেয়েরা ছেনি সম্মুখে এগিয়ে দিচ্ছে
ডাবসানো পেয়ারা
সবুজ ত্বকের গায়ে সূর্যের তাপ ছড়ানো বিন্দু বিন্দু স্বপ্নে
গড়ে উঠছে উনুনের নগর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।