আমাদের কথা খুঁজে নিন

   

উনুনের পাশে শীত

শোয়াইব জিবরান উনুনের পাশে বসে আছি, জবুথুবু। নাচিচে প্রেতিনী, ডাকিনী, যোগিনী, বহাভূতগণ গগনবিদারি তবু শীত নাহি যায় আজ এই রাতে। এই উনুনের সাথে যোগ আছে হাবিয়া দোজখের যতসব মাতৃগামী, সমকামি,অনাচারি, ব্যভিচারিগণের শিৎকার ভেসে আসিতেছে দপদপ পুড়ার ফলে সাতগুণ আগুনের। যুক্তি তর্কও শোনা যাচ্ছে জ্ঞানফল, সক্রেটিসের, আবু লাহাবের। এইসব যুক্তিতর্ক, শীৎকার আর আগুনে বহে যাচ্ছে শীত আজ এই রাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।