গলির ভিতর তিনটা ল্যাম্পপোষ্ট। যার একটাতেই আলো নাই। ঢাকা দক্ষিন ও উত্তর এ ভাগ করার পর এই বিড়ম্বনা চরমে !
এদিকে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে জীবন ছাড়-খার হওয়ার যোগাড়। তার উপর যোগ হয়েছে ট্যাগিং, রাস্তা-ঘাটে, ব্লগে, ফেইসবুকে!!
বাজারের দামের কথা আর নাই বললাম। দামের চাপে চিড়ে-চ্যাপ্টা হচ্ছিগো ভাই।
আর বাড়িওয়ালার সামনে পাড়োতো পড়া হয় না। বছরের শুরুতে ভাড়া এখনও বাড়ায় নাই, কিন্তু কবে যে বাড়াবে সেই ভয়েই হিম শীতল হয়ে থাকি।
ওষুধের দাম কত বাড়ছে সেই সম্বন্ধে কারো কোনো ধারনা আছে? আর গাড়ী ভাড়া? সি.এন.জি. ওলারা নিচ্ছে মনের মাধুরী মেশানো ভাড়া, সাথে বাসওয়ালারা। রিকশাওয়ালারা গরীব (?) মানুষ ভাড়া বাড়ানোর ক্ষেত্রে তারাই বা বাদ যাবে কেন?
বাচ্চার বই কিনতে গিয়ে গিয়ে টাসকি খেয়েছি। তাতে অবশ্য কারো কিছু করার আছে।
এই দিকে কোম্পানী লোক ছাটাইয়ের চিন্তা করছে । এর পর আল্লাহ যে কোথায় রিজিক রাখেছে?
তার পরও বলবো
সুরা: Al-Ahzaab:
"আপনি আল্লাহর উপর ভরসা করুন। কার্যনির্বাহীরূপে আল্লাহই যথেষ্ট"। (আয়াত:৩)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।