রেচিডেং নিয়োগের চিডি পাইলেই জানামু
প্রিয় ক্ষ্যাতগন আপ্নেম্গোর অতি প্রিয় ক্ষ্যাত গ্রুপের প্রথম সদস্য কঁাকন তাঁর এই পুস্টে কিছু কোচ্চেন উত্থাপন করেন।
যার জ্বীন/পরিপ্রেক্ষিত ক্ষ্যাতিশবুডের কিছু কতা বার্তা কওনের আছে, শোনেন তৈলে
১# পাক্না সংক্রান্ত জটিলতার ব্যাপারে ক্ষ্যাতিশবুডের কতা হৈলোঃ- হেয় আস্লেই ক্ষ্যাত। তয় কেম্নে কেম্নে জানি হাল্কা সুশিলায়িত হৈয়া গেসে। এডি থিকা হেয় পরিত্রাণের চিষ্টায় আছে। ক্ষ্যাতব্যাকে মেইল কৈরা হেয় এই কাহিনী কৈছে।
যার দরুণ তার ইসটেটাস চেন্জ কৈরা সন্দোজনক করা হৈছে।
২# ক্ষ্যাত গ্রুপের আহ্বায়কের সাথে ক্ষ্যাতিশবুডের সকালে ফুনে কতা হৈছে। যাতে হেয় হের সামৈক পুস্টে কাডলের আডা লাগায় খুবৈ লৈজ্জিত হৈয়া বিবৃতি দিসে। তবুও তার ইসটেটাস চেন্জ কৈরা সন্দোজনক করা হৈছে।
৩# এই সকল বিষয়ে তড়িৎ পদক্ষেপ মতান্তরে পাখনাক্ষেপ না নেওনের কারণ হৈলো আইজকা শুক্কুরবার দেশে সাপ্তাহিক ছুটির দিন।
সাথে ক্ষতিশবুডের পারিবারিক পিক্নিকের দিনও আছিলো। আম্রা পিক্নিক থিকা ফেরত আহনের লগে লগৈ তড়িৎ পদক্ষেপ মতান্তরে পাখনাক্ষেপ লৈছি।
আশা করি আপ্নেরা বুজ্তার্বেন। এবং এভ্রিডে একেক্টা ক্ষ্যাত পুস্ট দিয়া ক্ষ্যাত গ্রুপ্রে চাঙ্গা রাক্বেন।
দুইন্যার ক্ষ্যাত এক হউ
আপাততঃ সামুর ক্ষ্যাত্রাই এক হউ
ধন্যবাদ এবং হ্যাপি ক্ষ্যাতিং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।