সিষ্টেম ইন্জিনিয়ার ইজ নাউ রেগুলার ইন সামু .. প্রবাসীরা দেশ থেকে বহুদূরে থাকলেও তাদের মন পড়ে থাকে দেশে। দেশের বাইরে এসে দেশপ্রেমকে যেন নতুন করে উপলব্দি করে। আমার নিজের কথাই বলি, শাহবাগের গনজাগরন দেখি আর ছটফট করি সেখানে যোগ দেয়ার জন্য। প্রবাসীরা শাহবাগে সশরীরে উপস্হিত না থাকতে পারলেও তারা কিন্তু থেমে নেই, নিরন্তর অনলাইনে তারা প্রতিহত করছে রাজাকার এবং নব্য রাজাকারদের, বিদেশেও জনমত তৈরি করতে রাখছে ভুমিকা। প্রজন্ম স্কয়ারের সাথে একাত্ম হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অষ্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী বাংলাদেশীরা জড়ো হয়েছিলো কিংস পার্ক ওয়ার মেমোরিয়ালে। কিংস পার্ক যেন হয়ে উঠেছিলো একটুকরো শাহবাগ বা প্রজন্ম চত্বর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।