আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বনাম মিয়ানমার? (বিমান বাহিনী)

আমি চেষ্টা করবো ভালো ব্লগিং করতে। ধন্যবাদ।

আমি মাঝে মাঝে ভাবি যদি বাংলাদেশের সাথে মিয়ানমারের কোন যুদ্ব হয়, তাহলে কে জিতবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন website এ ঘাটাঘাটি করি এবং জানার চেষ্টা করি যে, কার শক্তি কত? এখানে আমি আপনাদের সাথে আমার knowledge শেয়ার করছি। প্রথমেই শুরু করছি বিমান বাহিনী দিয়ে।

বাংলাদেশ বিমান বাহিনী: বাংলাদেশ বিমান বাহিনী ২২,০০০ এর ও বেশি কর্মকর্তা রয়েছেন যার মধ্যে ৩২০০ জন অফিসার। এই অফিসার দের মধ্যে প্রায় ৫০০ জন পাইলট আছেন। বাংলাদেশ বিমান বাহিনী এর সবচেয়ে উল্লেখ যোগ্য জঙ্গী বিমান হচ্ছে Mikoyan MiG-29 (এই জঙ্গী বিমান এর ব্যাপার এ পরের ব্লগ এ বিস্তারিত বলবো)। এটি একটি Multi-role Air Superiority Fighter। বাংলাদেশ বিমান বাহিনী এর কাছে MiG-29 আছে ১৬ টি এর মত।

Interceptor Fighter এর মধ্যে বাংলাদেশ এর কাছে আছে Chengdu F-7 Airguard যেটি সোভিয়েত MiG-21 এর চাইনিজ ভার্সন। এ ধরণের বিমান আমাদের বিমান বাহিনীর কাছে আছে ৫৮ টি। Ground Attack এর জন্য Nanchang Q-5 আছে ১৮ টি। এটি সোভিয়েত MiG-১৯ এর চাইনিজ ভার্সন। এছাড়া Light Attack এর জন্য আছে ১২ টি Aero L-39 Albatros।

এটি Trainer বিমান হিসেবেও ব্যাবহার করা হয়। এগুলো ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী এর কাছে আরো আছে: Cessna T-37 Tweet : Intermediate Trainer: ৩১ টি PT-6: Primary Trainer: ৪৬ টি Fouga CM.170 Magister: Jet Trainer: ১৬ টি Antonov An-32: পরিবহন বিমান: ৩ টি Lockheed C-130 Hercules: পরিবহন বিমান: ৫ টি। হেলিকপ্টার আছে: Mil Mi-171Sh: অ্যাটাক হেলিকপ্টার: ৬ টি Mil Mi-17: Transport Helicopter: প্রায় ২০ টি Bell 212 Twin Huey: Utility Helicopter: ১৬ টি Bell 206L LongRanger: Utility Helicopter: ৩ টি। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী এর সর্বমোট বিমান আছে ২৫০টি এর মত যার মধ্যে জঙ্গী বিমান আছে ৯২ টির মতো। এবার আসুন দেখি মিয়ানমারের বিমান বাহিনী এর কি অবস্তা।

মিয়ানমার বিমান বাহিনী: সবমিলিয়ে কর্মকর্তা আছে ১৫,০০০ এর মত। কিন্তু পাইলট এর সংখা আমার কাছে অজানা। interceptor এর ভিতর ওদের আছে: Chengdu F-7 Airguard প্রায় ৪০ টির মত। ground attack এর জন্য Nanchang Q-5 আছে 30 টা। লাইট attack jet Soko G-4 Super Galeb আছে ৬টার মত।

এছাড়া বিভিন্ন ধরনের unarmed বিমান আছে ৪৫ টার মত। transport helicopter Mi-17 আছে ১১ টির মত এবং Bell UH-1 Iroquois আছে ২০ টির মত। আরো কিছু multipurpose utility helicopter আছে ৪০ টার মত। মিয়ানমারের বিমান বাহিনী ভারত থেকে কিছু HAL Dhruv Pole Star utility helicopter কেনার চেষ্টা করছে। সর্বমোট বিমান আছে ১৯২টি এর মত যার মধ্যে জঙ্গী বিমান আছে ৭৬ টির মতো।

বিভিন্ন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝর নার্গিস এ মিয়ানমারের বিমান বাহিনীর অনেক বিমান অকেজো হয়ে গেছে। map এ দেখা যাচ্ছে যে সিতওয়া এয়ার বেজ আমাদের দেশ এর সবচেয়ে কাছাকাছি অবস্থিত। এই হল অবস্থা। আমাদের বিমান বাহিনীর কর্মকর্তারা ভাল ট্রেইনিং প্রাপ্ত এবং বিভিন্ন মিশনের অভিগ্গতা সম্পন্ন। এবার আপনারাই বিচার করুন কোন পক্ষ বেশী শক্তিশালী।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.