জন্মান্ধ ক্রীতদাস
মুরতাজা তারিন
এত সহজে ভুলে গেলে ১৯৭১!
আমাকে ভুলে যাও,
কিন্তু ভুলে যেওনা বাংলার মৃত্তিকাকে রক্তের দামে কিনেছে যারা!
আমার এখনো মনে পড়ে সেই আত্মপ্রত্যয়ী কিশোর মুক্তিযোদ্ধার কথা:
'ঘরে ফিরুম না স্বাধীন পতাকা ছাড়া!'
আমি সত্যিই জানিনা সেই কিশোর ঘরে ফিরেছিলো কি না?
আর সেই বৃদ্ধ কৃষক যে তাঁর মাঠের শস্য আর হালের বলদের বিনিময়ে
স্টেনগান কিনে যুদ্ধে গিয়েছিলো----
সে কি ফিরেছিলো বাংলাদেশে? খবর রেখেছো তাঁর!
সেই শ্রমিক যাঁর মাথায় ছিলো লাল-সবুজের পতাকা বাঁধা-
বাংলার মাটি তাঁর ঘাম না রক্ত শোষণ করেছে, আমি আজও জানি না!
তাঁর একমাত্র কণ্যা লুবনা মরিয়ম এখন কোথায় আছে?
পিতা-কণ্যার মিলন কি হয়েছিলো?
খবর রাখো তার কৃতঘ্ন বাঙালী?
এত সহজে ভুলে গেলে স্বপ্নে পাওয়া একটা স্বাধীন দেশ----বাংলাদেশ!
তবে কী আমরা জন্মান্ধ ক্রীতদাস?
এত সহজে ভুলে গেলে ৩০ লক্ষ প্রমিথিউসকে, হে ক্রীতদাসের দেশ?
আগুন পান করো আরও একবার!
০৫/২৪/০৯
শামীম আজাদকে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।