আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিকারের সুখানুভূতি চান? শারীরিকভাবে স্পর্ষ করুন প্রিয়জনকে। Life without physical contact with others is a lonely life indeed.


শারীরিক স্পর্ষই তোমাকে বেশি আপন করে। তোমাকে বেশি ভালবাসায়। শারীরিক স্পষগুলো বিভিন্ন ধরনের অনুভুতি জাগায়। মায়ের স্পর্ষ যেমন আমাকে শান্তি দেয়, বাবার স্পর্ষ আমাকে সান্তনা দেয়, প্রিয়ার স্পর্ষ তেমনি আমাকে আবেগী করে। সবগুলো স্পর্ষই আমাকে ভালবাসতে শেখায়।

যদি সত্যিকারের ভালবাসা চাও তবে কাছে থাক। স্পর্ষ করো। বুকে টেনে নাও। এর চেয়ে বড় সুখ আর হয় না। ভালবাসা টিকিয়ে রাখার জন্য স্পর্ষের কোন বিকল্প নেই।

যত বেশি শারীরিক কন্টাক হবে তত বেশি ভালবাসা জন্মায়। ছোট বেলায় মায়ের কোলে মানুষ হয়েছি বলেই মায়ের প্রতি এত ভালবাসা। ছেলে সন্তানের থেকে দূরে থাকা বাবা মা যেমন একসময় আবেগহীন হয় তেমনী ছেলেসন্তানগুলো একসময় আবেগহীন হয়ে পড়ে। একসময় তারা সন্তান বলতে একটি ছেলেকেই বুঝে, কোন আবেগ তৈরী হয়না। মা বলতে একজন নারীকেই বোঝে কোন ভালবাসা তৈরী হয়না।

দীর্ঘদিন স্পর্ষহীন এই মানুষগুলো ভালবাসার কাঙাল থাকে ঠিকই, কিন্তু ভালবাসা কি জিনিস তা বুঝতে পারে না। এর স্বাদ কি তা তারা জানে না। তারা বলে, “আমার মাকে আমি খুব ভালবাসি” এটা সাধারন একটা কথার মতই, এর ভিতর ভালবাসার আসল রূপ থাকে না। ........ বিশেষ করে বিয়ে করে যত বেশি সময় দিবেন সঙগিনীর সাথে ততই মধুর হবে আপনার এই ভালবাসার সঙসার। যতবেশী খুনসুটি হবে ততই ভাল।

দীর্ঘদিন দূরে থাকা পুরুষরা স্ত্রী হিসাবে একজন মেয়েকেই বোঝে, যাকে ভোগকরা যায়। তাই চিকিতসা বিজ্ঞান আজ বলছ: কাছে থাকুন। প্রিয় মা, বাবা, ভাই বোন, প্রিয় সংগিনীর কাছে থাকুন। স্পর্ষকরুন। সুখি হউন।

Touch is a fundamental part of human existence. Studies on infants have shown the importance of regular, loving touch and holding on brain development. These benefits do not end in childhood. Life without physical contact with others is a lonely life indeed. Studies have shown that affectionate touch actually boosts the body’s levels of oxytocin, a hormone that influences bonding and attachment. (সূত্র: ইন্টারনেট, গুগল মামুর সহযোগিতায়) আমার মন্তব্য এই থিউরি উন্নত বিশ্বের লোকজনের জন্যই খাটে। আমাদের জন্য নয়। টাকা পয়সার জন্য বাবা মা ছেড়ে আজ বিদেশ। টাকার অভাবে যখন অসুস্থ মায়ের চিকিতসা করাতে পারি না, যখন প্রিয় ভাইটিকে একটি ভাল স্কুলে ভর্তি করাতে পারি না তখন এই ভালবাসাকে মিথ্যে মনে হয়। টাকার অভাবে যখণ পেটে ভাত থাকে না, তখন. . . পূর্ণিমার চাদ যেন ঝলসানো রুটি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।