মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইট হ্যাক করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক 'সিরিয়ান ইলেকট্রনিক আর্মি' নামে একটি হ্যাকার গ্রুপ। সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের মদদ দেয়া এবং সিরিয়ায় হামলার পায়তারার প্রতিবাদে ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে হ্যাকাররা জানান।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র এরিক ফ্লানাগান বিষয়টি স্বীকার করে বলেন, সাইটটি ওপেন করলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ইন্টারনেট কার্যক্রম পরিচালনা একটি গ্রুপ হ্যাক করে একটি অস্থায়ী নির্দেশ প্রদান করেছে। ফের হ্যাকিংয়ের ঝুঁকি থাকায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে সাইটের পুনঃনিয়ন্ত্রণ নিয়েছে নৌবাহিনী।
এর আগে নিউইয়র্ক টাইমস, টুইটার ও সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে সংবাদ প্রকাশ করা কিছু সংবাদ মাধ্যমের ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করে গ্রুপটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।