প্রোপাগান্ডাই গা না ভাসিয়ে সত্য জানার চেষ্টা করুন....
প্রথমেই বলি এই ব্যাংক ব্যাপারে কিছু কথা।
এর আছে প্রায় ৮০লক্ষ গ্রাহক। এত জামাতী বাংলাদেশী বাংলাদেশে নেই। এরা বাংলাদেশের সাধারণ জনগণ। কেই ইসলামী শরীয়া ব্যাংকিং ব্যবস্থার জন্য কেউ বা প্রয়োজনে (মানে বাধ্য হয়ে)।
ব্যবসায়িক প্রয়োজনের ব্যাপার টা কিভাবে আসে সেটা বলি শুধু। আমি যেই অফিসে চাকুরী করি তার মূল ব্যাকিং লেনদেন ইসলামী ব্যাংকের সাথে। এটা কোন লাভ লস এর জন্য না। অফিসের টাকা আসে দেশের প্রত্যত্য অঞ্চল থেকে। ওখানে প্রাইভেট ব্যাংক বলতে শুধু ইসলামী ব্যাংক ই আছে।
তাই আমাদেরে ডিলাররা এই ব্যাংকের মাধমেই টাকা পাঠায়। এরকমই দেশের অধিকাংশ ব্যবসা বাণিজ্য এই ব্যাংকের মাধ্যমে হয়।
এখন এই ব্যংকের কার্যক্রম বন্ধ করলে কার বেশী ক্ষতি হবে? ওই জামাতী বা জঙ্গী অন্য কোনভাবে অর্থ লেনদেন করবেই। কিন্তু ব্যবসায়ীরা কি করবে? সরকারী ব্যাংকেই যদি যেত হয় তাহলে তো তারা ইসলামী ব্যাংকে যেত না। ব্যবসায়ীরা সময়ের মুল্য বুঝে।
তাই আমি মনে করি আমাদের বুঝা উচিত এই ব্যাংক আমাদের। আমাদের কেই এই ব্যাংকেকে সংশধোন করতে হবে। এরকম কোন দাবী আন্দোলনে থাকা উচিত না যেটা ব্যাংকটিকে ধ্বংস করে দেয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।