অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই " রুমি যখন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল তখন আম্মা(জাহানারা ইমাম) তাকে যেতে দিতে চাননি। রুমির উত্তর ছিল, আম্মা, আমি যদি যুদ্ধে না গিয়ে আমেরিকা যাই তাহলে হয়ত একদিন অনেক বড় ইঞ্জিনীয়ার হব, কিন্তু নিজেকে কোনদিন ক্ষমা করতে পারব না। আম্মা সে যুক্তি মেনে নিয়ে অনেক দুঃখে বলেছিলেন, যা দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। রুমি হয়ত আর আম্মার কোলে ফেরেনি কিন্তু আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম যেখানে আমরা প্রতিদিন নিরাপদে নিজের আম্মার কাছে ফিরতে পারি। দেশের বর্তমান সময়ে আপনি কোন পক্ষে থাকতে চান? আপনি কি শাহবাগ আন্দোলনের সাথে একাত্ম হয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে পূর্ণতা দিতে চান? নাকি আলবদর-আলশামসদের মত রাজাকার হয়ে দেশের সাথে বেঈমানী করতে চান? সিদ্ধান্ত আপনার। প্রথমটি হলে আপনি অন্তত পরের প্রজন্মের কাছে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম তোমাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার। কিন্তু এটা মনে রাখবেন যে আপনি যদি রাজাকার হন, তাহলে আরও পরের কোন প্রজন্ম একটা সময় কোন এক চত্বরে দাঁড়িয়ে আপনার মুখে থুথু দিয়ে বলবে, তুই রাজাকার তুই রাজাকার। " - সৌজন্যেঃ Arindam Biswas
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।