বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক এমপি বলেছেন মহাজোট সরকার বর্তমান জাতীয় সংসদকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পায়তারা করছে।এরই অংশ হিসাবে সরকার অষ্ঠম জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার,ডেপুটি স্পীকার আক্তার হামিদ ছিদ্দিকী ও তৎকালীন সরকার দলীয় চীফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে জাতীয় সংসদের সংসদীয় তদন্ত কমিটির নামে এক তরফা ভাবে দুনীতির অভিযোগ এনে অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে এবং দেশ ব্যাপী বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি গতকাল শুক্রবার বিকালে নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর চন্দ্রের হাট এশফাকুল হক মান্নান আলিম মাদ্রাসা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোক্তার হোসেন, মমিন উল্যাহ হুমায়ন কবির ও নুরেজ্জামান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।