আমাদের কথা খুঁজে নিন

   

মাউথ স্প্রে খুঁজে হয়রান

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এমন একটা উত্তেজনাকর মুহূর্তে মুখ থেকে সিগারেটের গন্ধ বের হলে বিষয়টা কেচে যেতে পারে। হন্যে হয়ে খুঁজছি ডেরাজের পর ডেরাজ। কোথাও নেই। দোকান থেকে কিনে নেবো আশায় বের হলাম। কিন্তু সাত সকালে মাউথ স্প্রে বিক্রি করে এমন কোন দোকান গুলশানে খোলা পেলাম না।

দশটার পরে নাকি খুলতে শুরু করে। অথচ তিন/চারটা সিগারেট খাওয়া হয়ে গেছে টেনশনে। মুখ থেকে ভুরভুরে গন্ধ - দাঁত ব্রাশ বা পানি দিয়ে কুলকুচি করলে হয়তো গন্ধটন্ধ কমানো যেতো। কিন্তু কোথায় পাবো বাথরুম? ওদিকে সময় হয়ে এসেছে। বাড়িতে ঢুকলেই তার সাথে দেখা হবে।

তারপরে অনেক অনেক কিছু হবার সম্ভাবনা আছে। যদি এই দুর্গন্ধ সব কিছু নষ্ট করে দেয়! হঠাৎ আলোর ঝলকানির মত গুলশান-২ নম্বর মার্কেটে দেখলাম একটা দোকান খুলতে। দিদার শপ। পেয়ে গেলাম ফ্রেশ ব্রেথ মাউথ স্প্রে - ১৩০টাকা দাম। কিনতে পেরে আনন্দের বাঁধ ভেঙে আওয়াজ হতে থাকলো।

মুখে ভাল মত স্প্রে করে অফিসটাতে ঢুকে গেলাম। খোদ সংস্থার সিইও আজকে ফাইনাল ভাইভা নিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।