আমাদের কথা খুঁজে নিন

   

স্টপ ইয়োর মাউথ...লেট মি সে.......

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

সম্মানিত যাত্রী সাধারণ, চলার পথে আপনারা যারা আমার সহযাত্রী হয়েছেন তাদের মধ্যে মুসলিম ভাইদের আমার সালাম এবং হিন্দু ভাইদের আমার নমস্কার। কথা ক'টি বলে ছোট্ট একটা বিরতি নিয়ে সিটে বসা বাসযাত্রীদের দিকে তাকালাম। বাসের ভিতর একগাদা মানুষ।

অধিকাংশই খেটে খাওয়া টাইপের। লক্কর-ঝক্কর মার্কা এই গাড়িটিতে পয়সাওয়ালা কোন লোক উঠবেনা তা বোঝাই যায়। আমিও স্বাভাবিক অবস্থায় এই গাড়িতে চড়তাম না। বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই এই গাড়িটিতে চড়েছি। ঈদ উপলক্ষ্যে গরীব মানুষগুলো বাড়ি যাচ্ছে।

ঈদের আগে গায়ে গতরে শ্রম দিয়ে দুটা পয়সা রোজগার করে মানুষগুলো বাড়ি যাচ্ছে ঈদের সওদাপাতি নিয়ে। বাসটির গন্তব্যস্থল নোয়াখালী। আমি অবশ্য নোয়াখালী যাচ্ছি না। আমার উদ্দেশ্য সাধিত হয়ে গেলে আমি পথেই নেমে পড়বো কোথাও। এটি আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট।

যে করেই হোক উদ্দেশ্য সাধন করতেই হবে। আর টার্গেটও করেছি বাসের এই নিরীহ এবং নির্বোধ টাইপের পাবলিককে। এই ধরনের গরীব এবং নির্বোধ পাবলিককে চড়িয়ে খেতে খুব মজা। এই মজাটি পাইয়ে দিয়েছে আমার ওস্তাদ, যে এই বাসেই মাঝামাঝি আরেকটা সিটে হেলান দিয়ে চোখ মুদে আছে। ওস্তাদ একবার আমার দিকে তাকিয়ে চোখ টিপে আবার চোখ বন্ধ করে ঝিম মেরে পড়ে রইলো।

যার অর্থ হলো চালিয়ে যাও। আমি উৎসাহ পেয়ে আবার শুরু করলাম- যাত্রা পথে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। ঈদের এই মৌসুমে কেউ যাত্রীবেশধারী ডাকাতের হাতে পড়েন, কেউবা ছিনতাইয়ের শিকার হয়ে সর্বস্ব হারান। দয়া করে যাত্রাপথে সবাই সাবধান থাকবেন। ভদ্র ভাষায় আমার এই লেকচার শুনে কেউ কেউ কৌতুহলী হয়ে আমার দিকে তাকায়।

দূরের পথে যাবে বলে অনেকেই বাসের সিটে আয়েশ করে হেলান দিয়ে চোখ মুঁদে ঝিমোচ্ছিল। আমার মোলায়েম কন্ঠের লেকচার শুনে তাদের অনেকে কান খাড়া করে আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়। আমি বুঝে উঠার চেষ্টা করি বাসের যাত্রীরা আমার প্রতি কতটুকু মনোযোগী হচ্ছে। তার পরেই যাবো পরবর্তী অ্যাকশনে। ওস্তাদ আমাকে অ্যাকশনে যাওয়ার বেশ ক'টি কৌশল শিখিয়ে দিয়েছে।

আমি তার মধ্যে একটি মাত্র ছাড়ছি। আগে পাবলিকের মনোভাব বুঝে নিই, তারপর পরবর্তী পদক্ষেপ নেবো। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।