যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
ছায়া- রাহা
কায়া- কাহা ?
ছায়া- কি?
কায়া-জানিনা ।
ছায়া-কি জাননা?
কায়া-কিছুইনা ।
ছায়া- আরে দেশের না তোমার ?
কায়া-ভালো ।
সবসময়ই ভালো । বেচে আছি , মানে ভালো আছি ।
ছায়া- আরে তা না !
কায়া- তবে !!
ছায়া- ব্যালেন্স !!!
কায়া-আমার ???...হেহে হাসাইল্যা!!...
ছায়া-তাই !! আয়কর দাও ?? উৎস কি আয়ের ?
কায়া- আয়কর?? আমার আয় আছে নাকি?? দুই চার পয়সা যা আছে তা তো সব তার ইচ্ছা!!
ছায়া-তাই ??সে দিন শ্যাষ । কয়বার হাগও-পাদও , কয়জন শব্দ শুনলো , গন্ধ কেমন ? সকালে ক্যামন শব্দ সন্ধ্যায় ক্যামন?? ঘুমাইলে চোখ বন্ধ হয় !!! কেন হয় ?? সব কিছুর হিসাব এবার চাই !! আর হবে না হিসাব ছাড়া জীবন। আর দুর্নীতি নয় ।
কায়া - আমার এসব কি কও ??আমার তো নীতিই নাই । দুর্নীতি মানে??
ছায়া- যা কই মনে রাখ।
এখন না হোক কখন লাগে কে জানে !!
কায়া - আচ্ছা আমারে তো জিগ্যাইল্যা তো তোমার খবর কি ??
ছায়া-চুপ!! লাঠি থুরি মাউথ পিস কার হাতে ??আমি যা কই খালি উতর দাও । নো মোর প্রশ্ন। হুস !! জরুরী অবস্থা ,মনে থাকেনা??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।