হিজড়া নীরবের একটা অনুষ্ঠান টিভিতে চ্যানেল পাল্টাইতে যায়া পাইলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেছে মে বি ইউ আই ইউ ক্যাম্পাসে গেছে!যায়া একটা সেগমেন্ট শুরু হলো কি হতে চাই?ভালো কথা কিছু পোলাপাইনরে জিঘেষ করলো কি হবা?কেউ কইলো ভালো ইন্জিনিয়ার হইবো কেউ বা ফিনাসিয়াল এনালিষ্ট কেউ বা মাল্টিন্যাশনালে জব করতে চায়!আবার কেউ বা দেশের জন্য কিছু করতে চায়!কিন্তু কি করবে দেশের জন্য জানে না
ভালো কথা সবাই নামী দামী হইতে চায় কিন্তু আসল যে কাজ ভালো মানুষ সেটা হতে চায় না কেউই!সবার মনের আশা ধরে নিলাম পুরন হলো সবাই বিশাল নামী দামী লোক হলো কিন্তু ভালো মানুষ না হলে তার কি মুল্য???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।