আমাদের কথা খুঁজে নিন

   

অহনা



অহনা (প্রথম জণ্মদিনে) আমার চেতনার আর এক নাম অহনা আমার অস্তিত্বের আর এক নাম অহনা আমার পথ চলবার আর এক নাম অহনা আমার পিছনে তাকাবার আর এক নাম অহনা অহনা-তুমি জুড়ে আছ আমার সমগ্র পৃথিবী। যখন তুমি চুকচুক ক’রে খাও,আমি হই ঝর্ণা, আমার বুকের মাঝে সুখের পানি ঝরে টিপটিপ করে। চেয়ে চেয়ে দেখি তোমার বেড়ে ওঠা, খুঁজ়ে পাই সৃষ্টির রহস্য-আবহমানতা। যখন তুমি কাঁদ, আমি হই অন্ধকার,বিষণ্ণ বিধুর, সে কি মহা তান্ডব প্রলয় ঘূর্ণিঝড় বিশাল এ প্রকৃতির কাছে আমি এক মানবী, বড় অসহায়। কোলে তুলে নেই তোমাকে,তুমি হাস।আর যখন তুমি হাস,আমি হই সূর্যোদয়, হই আকাশ,বকুলের গন্ধ,কোকিলের গান। হাতের মুঠোয় পাই এ মহাবিশ্ব। হ’য়ে যাই ধরিত্রী। মামনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।