আমাদের কথা খুঁজে নিন

   

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত মেক্সিকোর আর্থিক ব্যবস্থা

আমি চট্টগ্রাম থেকে । একজন অনলাইন ওয়েব ডেভেলপার । বর্তমানে কিছু কাজ করছি যাতে করে আমাদের দেশের মানুষ্ররা কম্পিউটারের সাহায্যে নিজেদের একটি দৃড় অবস্থান তৈরী করতে পারে।

এক ভয়াবদ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মেক্সিকো৷ বর্তমানে এই দেশে সোয়াইন ফ্লু যে ভাবে ছড়িয়ে পড়ছে তাতে এর অর্থিক ব্যবস্থা আরও ভঙ্গুর হয়ে পড়বে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা৷ আর্থিক মন্দার জেরে বিশ্বের অন্যান্য দেশের মতো এই দেশেরও আর্থিক ব্যবস্থায় চিড় দেখা দিয়েছে৷ এর উপর সোয়াইন ফ্লু ধরা পড়ায় মেক্সিকোর অবস্থা হয়েছে গোদের উপর বিষ ফোঁড়ার হওয়ার মতো৷ সোয়াইন ফ্লু মেক্সিকোর ব্যবসা বানিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে৷ এই ব্যধির কারণে বিদেশী পর্যটকেরাও আসা বন্ধ করেদিয়েছে৷ কিন্তু এই মারণরোগ যেভাবে পুরো দেশটিকে গ্রাস করছে তা দেখে এই দেশের রাষ্ট্রপতি ফেলিপ কাল্ডেটোন সোয়াই ফ্লু আটকাতে পাঁচদিন দেশের ব্যবাসা বানিজ্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷ ক্রমাগত পাঁচদিন ধরে ব্যবসা বানিজ্য বন্ধ থাকলে এই দেশের আর্থিক ব্যাবস্থায় যে চির দেখা দিয়েছিল তা এবারে ফাটলে পরিণত হতে পারে বলে অনেকেই মনে করছেন৷ এমন কি এই দেশের অর্থমন্ত্রীও এই কথা স্বীকার করে নিয়েছেন৷ কিন্তু এই ব্যধির কারণে ইতিমধ্যে মেক্সিকোতে 176 জনের মৃত্যু হয়েছে৷ এই পরিস্থিতিতে পয়লা মে থেকে পাঁচই মে পর্যন্ত রাষ্ট্রপতি মেক্সিকোর সমস্ত নাগরিককে কাজ কর্ম বন্ধ করে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।