আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের জ্বরে পাগল দেশ, দেশের প্রেমে কেউ পাগল নয়।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

প্রেমিক দিকে দিকে ফুল হাতে প্রেয়সীর অপেক্ষায়, হাটে মাঠে-রমনায়, শাহবাগের মোড়ে। প্রেমিক প্রিয়ার স্বপ্নে ভাসে রাস্তায় রাস্তায় হাত ধরে ঘোরে। প্রেম-মোহ দিকে দিকে পতাকা তোলে সারা দেশ ভাসে প্রেমে ভরে। প্রেমে প্রেমে সয়লাব বয়সের সীমা রেখাগুলো। চারদিকে ওড়ে সায়েরি, ছন্দ, ঝালার হয়ে ওঠে পথের ধুলো।

কিন্তু প্রেমিকের এদেশে বুক ফেটে চৌচির প্রিয় জন্মভূমির। রুপভরা অঙ্গে অপরুপ লাজ পড়ে, গায়ে সবুজ শাড়ির সাজ পরে, মাথায় দিয়ে নীল আচঁলের সোভা সে বসে আছে, মোর প্রেমিক হবে কেবা?.................? কেউ আসে না পথের উড়িয়ে ধুলা, কেউ হয়না তার স্বপ্নপূরুষ, কেবলি বাড়ে তার অপেক্ষা,....... কেবলি সূর্য ঢলে পঞ্জিকার, কেবলি স্বপ্ন ধুসরতায় ওড়ে তুলা, প্রেমিক সেজে অনেকে দেয় ধোকা, তবুও তার অপেক্ষা প্রেমিক হবে কেবা, প্রকৃত? কেউ হয়না,..... হয়না তার প্রিয় কেবলি ভাষনের কবিতায় চকচকে সোনা সমাহার, কেবলি ইস্তেহারের পাতায় পাতায় বোনা রাহবার, গানে গানে উৎসর্গ আর বিসর্জনের সুর, তানে তানে ছড়ানো নুর, কিন্তু ছিড়ে যাওয়া বাধনগুলোয় কেউ দেয় না সেবা, পট্টি। দেয় বোমার আঘাত, রামদায়ের কোপ, গালে পায়ের চট্টি। দেয়না প্রেম কেড়ে নেয় সোনময়তার আশা, বাসা। তাই প্রেমে-কনডম সম্পর্কে ছেয়ে আছে দেশ, প্রেমিকার ডাকে ধেয়ে আসে বেশ কেউ মাতৃভূমির ডাকে সাড়া দেয়না, মায়ের ঋণের ভাড়া দেয়না।

হৃদয়ে সুপ্ত পণে নাড়া দেয় না। দেয় ভাষন, দেয় কাফন। মাকে ফেলে ভিনদেশী হয় মানবী কে নিয়ে, মাতৃভূমি ছেড়ে। মায়ের আচঁল ফেড়ে, করে বুক খালি (সংক্ষেপিত)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.