পড়,জান,জানাও
আধাঁর যখন চুম্বন করে আমার ঘরকে
চোখের মনির সামনে শুধু আধাঁর ।
অন্ধত্বের উপলবদ্ধি হয় ক্ষনিকের জন্য
মোমবাতির আলোয় ফিরে পাই আমি আবার আলো ।
বারান্ডার রেলিং ঘেসে দাড়িঁয়ে দেখি আধাঁর এই শহরটাকে
চেনা শহরটা তখন অনেকটাই অচেনা।
পথিকের হেটে যাওয়া , গাড়ির হর্নের শব্দ
দেখতে দেখতে কেটে যায় অপেক্ষার প্রহর, কখন আসবে ঘর জুড়ে আলো।
সদ্য কেনা কবিতার বই গুলো পড়ে থাকে টেবিলে
পিয়ানোর সুরে প্রিয় গানের মুর্ছনা শোনা হয়না।
সময় যেতে থাকে অপেক্ষার প্রহর আরো অসহ্যময় হয়ে উঠে
হঠাত আলো আসে পুরো শহরটা আলোকিত করে।
মোমবাতির আলো নিভাতে গিয়ে চমকে উঠি
সুন্দর শরীর টা গলে গেছে আলোর আলিঙ্গনে ।
ঈশ্বরের কাছে চাইতে ইচ্ছে হয়,মোমবাতিকে করো মানব,
নতুবা মানবের মাঝে দাও মোমবাতির মহাত্নতা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।