"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) উৎসর্গ এলিজাবেথ বাডলং রদ্রিগেজ একজন খাঁটি ভালো মানুষ আটলান্টিকের অন্যপারের মানুষ তুমি আমার ভাষা বোঝো না জানি কোনোদিনই তবু বলতে ইচ্ছে করছে খুব তাই বলি আমার নামে চার্চে দু'টো মোমবাতি জ্বালিও... জানি ধর্মপিতা চমকে উঠবেন আমার নামটা তাঁর কাছে অদ্ভূত ঠেকবে তবু তুমি কাজটা কোরো প্লিজ এইসব দিনরাত্রি খুব বিষন্ন কাটে আমার কারণ অজানা বলে রাগ হয় নিজেরই ওপর ভাষার ভিন্নতা,ধর্মের দেয়াল গাত্রবর্ণ-অহংকার জাতীয়তা অস্ত্রের উল্লাস এসবই তো মেকি মিথ্যা আমাদেরই স্বার্থের সৃজন এই সরল সত্যটুকু তুমি বোঝ তুমি দূরে থাকো যারা কাছে থাকে তাদের অনেকেই বোঝে না... এমনও তো হতে পারত তুমি আমার সহোদরা হয়ে জন্মাতে আমার দেশে বা আমি তোমার ভাই হয়ে জন্মাতাম তোমার দেশে হতে পারত হলে ভালো হত কিন্তু যা হলে ভালো হত তা হয় না পৃথিবীতে আমাদের আকাশ বিভক্ত আমাদের জমিন বিভক্ত কাঁটাতারে ফ্লাইং জোনে কিন্তু একদিন এই বিভাজন থাকবে না তোমার আর আমার প্রিয় গানও তো এক ইমাজিন আমরা দুজনই ভীষণ কল্পনাপ্রবণ কিনা! একদিন একই প্রান্তরে গীত হবে লেনন ও লালন একদিন থাকবে না কোনও কারণ লড়বার মরবার একদিন এটা এই নীল গ্রহটা এপর্যন্ত একমাত্র স্বপ্রাণ গ্রহটা সত্যি সত্যিই হবে মানুষের, সকল মানুষের জানি আমার মতন তুমিও এই স্বপ্নই দ্যাখো আমরা একইভাবে স্বপ্ন দেখি দুই মহাদেশে দুই সমাজবাস্তবতায় তোমাকে অজস্রবার ভালোবাসি বলেছি ফেসবুকে অনেক আলাপচারিতার শেষে তুমিও বলেছ "ভালোবাসি" এত সুন্দর একটা শব্দ যে প্রতিদিন অজস্র মানুষকে বলতে ইচ্ছে করে তোমাদের সংস্কৃতিতে তোমরা পারো আমাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে আমাদের এই অঞ্চলে মানুষকে হত্যা করা হয় ভালোবাসার অপরাধে আর জানোয়ারের হিংস্রতার পক্ষে যুক্তি দেয় কিছু অদ্ভূত মানুষ এইসব দিনরাত্রি বড়ো বিষন্ন কাটে আমার আমার নামে চার্চে দু'টো মোমবাতি জ্বালিও... (আর্টওয়ার্কঃ ইরানিয়ান মিনিয়েচারিস্ট মাহমুদ ফার্শিয়ান)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।