আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই ভালবাসা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানানোর কর্মসূচি এসেছে শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে। আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার তিন মিনিট নীরবতা কর্মসূচি পালনের পর এবার মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি দেয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ১৪ই ফেব্রুয়ারি যে যেখানে থাকবেন সেখানেই একটি করে মোমবাতি প্রজ্বলন করবেন। এছাড়াও পহেলা ফাল্গুনের দিন বুধবার বিকেল ৩টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে প্রতিবাদী গান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের নতুন কর্মসূচি ঘোষণার পর শাহবাগে উপস্থিত হাজারো জনতা হাত তুলে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। আয়োজকরা ফেইসবুকে বিভ্রান্তিমূলক তথ্যে বিশ্বাস না করে আন্দোলনের সাথে থাকার আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।