আমাদের কথা খুঁজে নিন

   

জনবিচ্ছিন্ন সরকার কি গণতান্ত্রিক সরকার?

তেমন কিছু কওনের নাই!

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের ফলস্বরুপ আমরা পেয়েছিলাম একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার শাসনব্যাবস্থা। কিন্তু, সে সময়ের গণতান্ত্রিক সরকারেরই একটা সৈরাচারি রূপ আমরা প্রত্যক্ষ করি কয়েক বছররের মধ্যেই। আর এ রূপ পরবর্তি সময়ে আসা প্রতিপক্ষ দলটির সরকারের মধ্যেও প্রতিয়মান হয়েছে। আর ঠিক এ সৈরাচারি রূপের কারনেই দেখা গেছে ধীরে ধীরে জনগণের কাছ থেকে দূরে সরে গিয়েছে। দলমত নির্বিশেষে প্রতিটি সরকারেরই একই অবস্থা: বিশাল জনগোষ্ঠির আশা-আকাঙ্খার উপর ভর করে বড় একটা জনসমর্থন আদায় করে ক্ষমতায় আরোহন করে, এবং ঠিক তার পর থেকেই শুরু হয় জনগণের কাছ থেকে দুরে চলা।

সরকারী দলের নেতা-কর্মি যারা কিছুদিন আগেও ছিলেন জনদরদী তারা হয়ে পড়েন পুরোপুরিই স্বস্বার্থান্বেসী। জনগণ শুধু তাদের দিকে তাকিয়েই থাকে! আবার যখন নির্বাচনের সময় জনগণ বুক বেধে আবার অপর দলকে ম্যান্ডেট দেয়, তখনও আবার সেই রূপ ফিরে পায় অপর দলটিও। বর্তমান সরকারের দিকে আমাদের অনেক চাওয়া। আমরা চাই এ সরকার যেন তার আগের রূপটি আবার ফিরিয়ে নিয়ে না আনে। এর মধ্যেই দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন জনবিরোধী কর্মকান্ডে লিপ্ত হতে।

বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে হলদখল আর ক্ষমতাদখল নিয়ে অরাজকতা। এ সমস্তকিছুই সেই পুরোনো রূপ ফিরে আসার লক্ষন। সরকারের কাছে অনুরোধ আপনারা পুনরায় জনবিচ্ছিন্ন হয়ে উঠেন না। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন জনগনের জন্য, আপনাদের নিজেদের স্বার্থরক্ষার জন্য না। আপনারা আমাদের স্বার্থ দেখেন দয়া করে।

আমাদের দেশ গণতান্ত্রিক। আমাদের সরকার জনবিচ্ছিন্ন হলে কি তাকে গণতান্ত্রিক বলা যাবে? আর অগণতান্ত্রিক সরকার সে যতো শক্তিশালী, ক্ষমতারধর বা সসস্ত্রই হোক না কেন তার কি পরিনতি জনগণ করেছে তার ইতিহাসতো আপনাদের জানাই আছে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।