আমাদের কথা খুঁজে নিন

   

জনবিচ্ছিন্ন কোন নেতাকে মনোনয়ন দেওয়া হবে না

বাংলাদেশ আওয়ামী'লীগের সভাপতি মন্ডলী সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জন বিছিন্ন কোন নেতাকে মনোনয়ন দেওয়া হবে না, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাছিনা এটা চান না, আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এই নির্বাচনে পরাজিত হলে আমাদের অসি্তস্ত নষ্ট হয়ে যাবে। দেশ অনেক পিছিয়ে যাবে। তাই উন্নয়ন ধারাবাহিকতা অব্যহত রাখতে শেখ হাছিনা সরকারকে আবার নির্বাচিত করতে হবে।
 
বিরোধী দলের উদ্দেশ্য বলেন, আগামী নির্বাচন নিরপক্ষ হবে এবং এ সরকার কোন হস্তক্ষেপ করবে না।

আপনারা নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া কোন সুযোগ হয় না। তিনি তার দলীয় নোয়াখালীর কিছু নেতা-কর্মীর সমালোচনা করে বলেন, কোন ষড়যন্ত্র না করে সবাই মূল দলে এসে নির্বাচন করার জন্য আহবান জানান। ঢাকায় বসে ষড়যন্ত্র করলে লাভ হবে না। এলাকায় আসতে হবে তৃণমূল নেতা-কর্মীদের সাথে সংযোগ রাখতে হবে।

আমি প্রত্যেককে বলবো মূল স্রোতের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। রাজনৈতিতে কোন দিন ত্যাগ ব্যাথা যায় না। তাদের মূল্য কর্মীরা দিবে।
 
উন্নয়ন প্রসঙ্গে বলেন, বিএনপি'র বিগত ১০ বছরের শাসনের চেয়ে আমাদের গত সাড়ে ৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ উন্নয়ন দেখে আমাদের আবার ভোট দিবে।

নোয়াখালী সকল আসনে আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য আহবান জানান। দলকে সাজাতে একরামুল কমির চৌধুরী (এমপি) তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে মাঠে কাজ করছেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনের জন্য পুলিং এজেন্ট নির্ধারণ করুন।
 
জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্দ্যেগে আগামী নির্বাচনের প্রচারণা হিসেবে আজ সন্ধ্যায় মাইজদী পৌর হলে বিশেষ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, চট্টগ্রামে বিভাগীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ডাঃ জাফর উল্ল্যা, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অসিম কুমার উকিল, নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান এড. শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক শহিদ উল্ল্যা খাঁন সোহেল, সুবর্ণচর উপজেলার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী চেয়ারম্যান, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জরিহুল হক রায়হান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নজরু ইসলাম নিপু, জেলা ছাত্রলীগ নেতা ইমন ও সুজনসহ প্রমুখ।

 
এছাড়া জেলার আওয়ামীলীগ ও যুবলীগসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।