আমাদের কথা খুঁজে নিন

   

বিলাতি বন্ধু আত্মীয় স্বজনের দূঃখ দেখতে বিলাত যাইতে চাই।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আমার শহরের অনেক বন্ধু এবং ছোট বেলার সাথীরা প্রবাস জীবন গ্রহন করেছে। এক এবং দুইযুগ ধরে। আমার ও অনেক নিকট আত্মীয়স্বজন বিলাত থাকেন। কিন্তু তাদের জীবনে সুখ নাই। সবাই যেন একেকটা মেশিন অথবা রোবট।

যে শান্তির খোঁজে আমার প্রিয় মানূষজন প্রবাস জীবন গ্রহন করেছিলেন তাদের কয়জন শান্তিতে আছে। তা নিজ চোখে একবার দেখতে চাই। ইদানিং আমার বেশ কয়জন আত্মীয় ও বন্ধুজন নুতন সুপারিশ করছেন তাদের আয়ে ক্রয়কৃত জমি বিক্রি করিতে ইচ্ছুক। কিছুটা বুঝাই যায় তাদের সমস্যা। আবার এমন প্রবাসী লোকজন আমার পরিচিত যে, দেশে আছে বিরাট বিরাট অট্রালিকা।

কিন্তু প্রবাসে একটি ঘিঞ্জি ঘরে ১০/১২জন লোক নাকি পালা করে থাকেন। আবার অনেকের ফুটানির তালে আমি বিব্রত বোধও করে থাকি। আমাদের সামাজিক জীবনে দেখা যাচ্ছে একটি মিশ্র ব্যাতিক্রম ধর্মী জীবন যাপন। যা কখনো ধ্বসে পড়ে কিনা অথবা সিস্টেম ব্র্যাক করে কিনা দেখার বিষয়। আমি সব প্রবাসী বন্ধু আত্মীয় স্বজনের সমস্যা লাঘবের জন্য এবং জীবন যাপন অধিকতর সহজ জীবন যাপনের জন্য মহান আল্লাহর করুনা ভিক্ষা চাই।

তিনি সবার মঙ্গল করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।