একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
আমি বাইরে থেকে এসে রিমোট নিয়ে খেলার চ্যানেলটা দিলাম। খুব দেখার ইচ্ছে হলো যে আজকেও ওরা মাশরাফিকে নামিয়েছে কিনা! খেলা দেখছিলাম, আব্বু আর আম্মুও টিভি সেটের সামনে ছিলো। এইমাত্র দিলশান একটা চার মারলো ”সাথে সাথে তিনজন নারী নাচতে শুরু করলো. . .”। আম্মু হঠাৎই বলে উঠলো ’এই তিনজন কেনো নাচছে?’ এ ব্যাপারটা এর আগে আমিও খেয়াল করেছি। ওরা নাচছে কেনো? খেলার সাথে ওদের নৃত্যের আমি কোনো সম্পর্ক খুঁজে পাইনি।
এইসব নারীরা এই ধরনের নৃত্যের মাধ্যমে নারীদের অবস্থানকে অনেক নিচে নামিয়ে ফেলছে, যদিও তারা নাচছে স্টেজের অনেক উপরে। নৃত্যের মধ্যেও শিল্পগুন রয়েছে, কিন্তু এই ধরনের নৃত্যে আমি কোনো শিল্পগুন খুঁজে পাইনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।