আমাদের কথা খুঁজে নিন

   

হত্যা নৃত্যে মহোৎসব.,,,

মাত্র ক'দিন আগে ,রক্তের দাগ এখোনো শুকায়নি আর আপনজনের কান্না তা ঐ বোনটি ভাল বলতে পারবে যে মায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে ছোট্ট প্রশ্ন টি করে মা ভাইয়া আর আসবে না ?ওরা ভাইয়াকে এ ভাবে মেরে ফেলল, মা ?মা ভাইয়া যখন মারা যায় ভাইয়া'র কি খুব কষ্ট হয়েছিল ?ভাইয়া কি তোমার -আমার কথা মনে করেছিল মা? কি বলবে মা ? এর উত্তর যে তার বুকের পাজর গুলো ভেঙে দিচ্ছে । এই তো েসদিন আমিন বাজারের কাছে আমরা ছ'টি তাজা প্রাণ হিংস্র হায়েনার মত পিটিয়ে মেরে ফেললাম । পুলিশ ছিল হায়েনার নৃত্য খেলার দশর্ক । মিলন । নোয়াখালিতে ওকে হত্যা করেছি দিনের আলোতে।

পুলিশ এবার দশর্ক না। হত্যা নৃত্যে অংশগ্রহণকারী। চল,আর হাত গুটি বসে থাকা নয় । প্রত্যেকে হই হত্যা-নৃত্যকরী। এক একটি জ্যান্ত বর্বর।

হত্যা করি মায়ের বুকের ধনকে । এক একটা জ্যান্ত হত্যাকরী হই। যখন হত্যার কিছু পাব না তখন নিজেই নিজেকে হত্যা করি । দুঃখ শুধু এক জায়গায় ,আর সেটা হল ওই হত্যা উল্লাস দেখার কেউ থাকবেনা । থাকবেনা কোন পুলিশ ।

কারণ ওদের হত্যা প্রকল্পে মধ্য পর্যায়ে হত্যা করা হবে । আর রাজনিতিক ওরা জন্ম থেকেই মৃত এক একটা জ্যা্ন্ত সরিসৃপ। মা ,আমরা হত্যাকারী হিসাবে জন্ম নিয়েছি আর একটি হত্যা নৃত্য দেখা বা এর শিকার হওয়ার জন্য ?মা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.