মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ অনুসারে সম্পাদিত প্রতিটি বিবাহ নিবন্ধকৃত হতে হবে এবং এ উদ্দেশ্যে সরকার নিবন্ধক নিয়োগ করবে। নির্দেশিত পদ্ধতিতে প্রত্যেক বিবাহ নিবন্ধক বিবাহ এবং তালাকের জন্য পৃথক নিবন্ধন বহি পরিচালনা করবে। বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ যোগ্যতা,নিবন্ধককে প্রদেয় ফি এবং এ সম্পর্কিত অন্য যে কোন বিষয় নির্ধারণ করার জন্য মুসলিম বিবাহ এবং তালাক (নিবন্ধন) বিধি ,১৯৭৫ তৈরি করা হয় । বিবাহ নিবন্ধক হিসেবে লাইসেন্স পেতে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই মাদ্রাসা বোর্ড হতে আলিম সর্টিফিকেট প্রাপ্ত এবং বয়স অবশ্যই ২১ হতে ৪০ বছরের মধ্যে হতে হবে । বিবাহ নিবন্ধক নিয়োগের আবেদন নির্দেশিত ফরম-এ উপদেষ্টা কমিটির সচিব বরাববে করতে হবে ।
বিবাহ নিবন্ধকের চাকুরি কোন সরকারী চাকুরি নয়। একজন বিবাহ নিবন্ধক তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।
বিবাহ এবং তালাক নিবন্ধনের জন্য নিধারিত ফিঃ
একজন বিবাহ নিবন্ধক একটি বিবাহ নিবন্ধনের জন্য ফি হিসেবে দেনমোহরের প্রতি হাজার টাকা বা তার অংশবিশেষের জন্য ১০ টাকা হারে ফি গ্রহণ করত পারে । তবে এই ফি এর পরিমাণ সর্বনিন্ম পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ চার হাজার টাকা হবে।
একজন বিবাহ নিবন্ধক একটি তালাক নিবন্ধনের জন্য দুইশত টাকা ফি হিসেবে গ্রহণ করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।