আমাদের কথা খুঁজে নিন

   

আবছা আলোতে তোমাকে দেখি, দেখা যায় না।

Khan IT Source

আমি এখনো বেঁচে আছি, তুমি নেই, তুমি নেই আমি খুজি কোথাও তুমি নেই। আমি এখনো বেঁচে আছি তোমার মত আমারো রক্ত ঝরে, রক্ত শুকোয়, ক্ষত হয় দেহের ভেতরে, দেহের বাহিরে, কিন্তু তুমি নেই, নেই তুমি নেই, ঘুমের ভেতর খুজি তুমি নেই। জানালা খুলে বসে থাকি ধীর গভির রাত, চেয়ে থাকি অধীর অপেক্ষা দেখবো হঠাৎ জানালা খুলে তাকিয়ে থাকি, নেই তুমি অদৃশ্য থেকেও বেরিয়ে আসনা তুমি। মাথায় ব্যাথার বসবাস আরো বেরেই চলেছে চোখ ঝাপসা হয়ে আসে, দেখতে দেখতে, তুমি নেই কেউ হাত বুলিয়ে দেয়না তোমার মত এই চোখে আর তোমাকে দেখা হবেনা জানি তোমার হাতের মত পাবোনা পরশ খানি, কেউ আমাকে বোঝেনা তোমার মত অদৃশ্য থেকেও বেরিয়ে আসনা তুমি। দেখো আমাকে! দেখছো তুমি ? কোথায় তুমি ? কোথায় তুমি ? কোথায় ? আমি আসবো ? আমি আসবো ? কোথায় তুমি ? কেনো এই চোখের জল ? তোমাকে ডাকছি তাই ? এত খেয়াল রাখতে তুমি, একটু শব্দে জেগে উঠতে, অসুস্থ আমার পাশে সারারাত জাগতে, কোথায় তুমি ? আমি আসবো তোমার কাছে ? এখনো রোদ আড়াল করে মেঘ, ঝড়ো হওয়া, বৃষ্টি, বর্ষা, কিন্তু তুমি নেই।

আমার ভাবতে খুব কষ্ট হয়, বুকের এই জাগাতে ব্যাথা হয়, আর যেখানে তোলপার অসহায় কেউ বোঝেনা, তুমিও বুঝবে না, তুমি নেই তো! তুমি নেই। আমি এখনো বেঁচে আছি, অপেক্ষা ভেঙে, তুমি নেই। অদৃশ্য থেকেও বেরিয়ে আসনা তুমি! কেনো আসোনা ? আর আসবেনা তুমি ? এমনই কি নিয়ম ? আমিও কি আসবো না এতটা কারো জল চোখের প্রতিক্ষার পর ? আমি আসবো তোমার কাছে ? যদি মৃত্যু উপলব্ধির পর না পাই তোমাকে ? না পারি ভাবতে এমন করে, কল্পনাতে তোমার সাহচার্য্য! বরং বেঁচেই থাকি! না হয় এভাবেই ভেবে ভেবে একদিন মরনের দারে পৌছাবো, একদিন এমন রাত করে জেগে থাকার দিন শেষ হবে, তখন না হয় ঘুমিয়ে নিবো অনন্ত। এখন কেনো পারিনা ? রাত আসে, ভাবনাতে তুমি আস, একফোটা ঘুম তবু আসেনা তোমাকে স্বপ্নে পাবার। কোথায় তুমি ? এভাবে বেঁচে থাকার আর মানে নেই আমার, মৃত্যুকে আমার খুব ভয় হয়, তোমারো হতো।

কোথায় তুমি ? অদৃশ্য থেকেও বেরিয়ে আসনা তুমি, আমি রাতের পর রাত জানালা খুলে তাকিয়ে থাকি! এই জানালার গ্রীল ধরে তুমিও তাকিয়ে থাকতে, সেই থাকাতে কারো অপেক্ষা ছিলোনা, আমি জানি আর পাবোনা তোমাকে, পাবোনা, পাবোনা। তোমার কাছেই তো আমার চাহিদার বাস্তবায়ন হতো তোমার কাছেই আমার অবুঝ আব্দার, আমাকে বোঝাতে তুমি আমাকে শেখাতে তুমি, আমার প্রকৃত দিক্ষা, এতটা ভালোবাসা, মায়া, আমায় জড়িয়ে কত তোমার কান্না, এই তো! এই হাতের আঙুল তোমায় ছুয়ে আস্থা ছুতো, আমি তো তোমারই ছিলাম, তুমি আমার। নেই তুমি, তুমি নেই, তুমি নেই, তুমি নেই। আমি আছি, তোমার রেখে যাওয়া আছে, তোমার তুমি আছো আমার মাঝে। তবু নেই তুমি।

নেই তুমি নেই, তুমি পারোনা আমাকে একটিবার দেখে যেতে ? তুমি পরোনা আর একবার ডাকতে আমায় ? আমি কি আর পারবো না ? পারবোনা ? পারবোনা তোমাকে ডেকে তুলতে ? দেখতে! ছুয়ে তোমাকে পারবোনা তোমার চোখে তাকাতে ? তাহলে কেনো এই এমন এমন এমনটা আমি তুমি। তুমি তো কোথাও নেই। সত্যি সত্যি তুমি নেই, সমাধির সাথে কিছুই নিয়ে যেতে পরনি, আজ তোমার তুমির আমার মাঝে বসবাস, কোথায় তুমি। তোমাকে তো কোথাও দেখিনা অদৃশ্য থেকেও বেরিয়ে আসনা তুমি অথচ আমি এখনো বেঁচে আছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।