skype :: hasib.zaman
চারদিকে আই পি এল নিয়ে আড্ডাবাজি। প্রতিদিন ক্যাফের আড্ডায়, সন্ধ্যার চায়ের কাপে আর রাতের ডিনারে আই পি এল আসছেই। শাহরুখ খানের দল, প্রীতি জিন্তার দল, শিল্পা শেঠীর দল – এতসব দলের ভীড়ে আমার নিজের একটা দল থাকলে কেমন হত? ফ্যান্টাসী হিসেবে ভাবতে বেশ ভাল লাগে।
ধরা যাক, আই পি এলে আমার একটা টীম আছে। তাহলে আমার দলে কারা কারা খেলবে?
মাশরাফীর নিলাম ঝড়ের সময় আমার মাথায় এই আইডিয়াটা আসে।
নিলাম থেকে মাত্র চারজন বিদেশী খেলোয়াড় আমি কিনতে পারব। আমার চয়েজ শুরুতে ছিল এরকমঃ স্মিথ, গেইল, শেন ওয়াটসন এবং ডেল স্টেইন। কিন্তু নিজের দেশে স্মিথ আর স্টেইনকে ফালতু ফর্মের কারনে বাদ দিলাম । এদের বদলে গিলক্রিস্ট আর মালিঙ্গাকে দুর্দান্ত মনে হচ্ছে।
বাকী সাতজন খেলোয়াড় আমার নিজের দেশ বাংলাদেশের।
আমার টীম কম্বিনেশন এরকম :
১। অ্যাডাম গিলক্রিস্ট
২। ক্রিস গেইল
৩। তামিম ইকবাল
৪। আশরাফুল
৫।
সাকিব-আল-হাসান (ক্যাপ্টেন)
৬। শেন ওয়াটসন
৭। আফতাব আহমেদ
৮। অলোক কাপালি
৯। মাশরাফি-বিন-মর্তুজা
১০।
লাসিথ মালিঙ্গা
১১। আব্দুর রাজ্জাক
এবার বলেন, আপনার চয়েজটা কেমন হবে? কোন চারজন বিদেশী খেলোয়াড়কে রাখবেন আপনার আই পি এল ফ্যান্টাসী দলে?
বাকী সাতজন দেশী খেলোয়াড়ের চয়েজ সবার বোধহয় আমার মতই হবে। অল্টারনেটিভ কেউ থাকলে জানাতে পারেন।
ফাকিস্তানি প্লেয়ার কিংবা দাদাদের কারো আমার দলে জায়গা হয় নাই কারন বাংলাদেশীদের প্রাপ্য সম্মান ওরা দিতে জানে না।
আমার চিয়ার্স গ্রুপ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।