আমাদের কথা খুঁজে নিন

   

আসছে Intel Core i7 এর জন্য R.U.S.E.

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
UBISOFT নতুনভাবে R.U.S.E. নামের একটি গেমের কথা বলছে যা ইন্টেল কোর আই৭ এর জন্য বিশেষভাবে তৈরী। অর্থাৎ আবারও বোধহয় আমাদের হার্ডওয়্যার আপডেট করতে হবে গেমটি খেলার জন্য। অবশ্য গেমটি আমি নেক্সট জেনারেশন কনসোলেও দেখেলাম যে বের হবে। অর্থাৎ ইচ্ছা করলে এটাকে কোর ২ ডুয়োতে রিলিজ দেয়া যায়। কিন্তু গেমটি পিসি ভার্সনে একটু বেশীই ফয়দা লুঠছে।

কেননা বর্তমানে পিসির সবকিছুই নেক্সট জেনারেশনের কনসোলের চেয়ে উন্নত। সেক্ষেত্রে তারা মেমোরী এবং প্রোসেসিং ব্যবহার করছে যা কনসোলগুলো কখনও এক্সপান্ড করতে পারবে না যদি না পরবর্তি ভার্সন বের করে। যাককা এখন কিছু কাজের কথাতে আসি। গেমটা একটি রিয়েলটাইম স্ট্রাটেজি গেম। যা বানাচ্ছে Eugen Systems।

গেমটা ৩টি প্লাটফর্মে বের হচ্ছে। PS3, XBOX360, PC তে। গেমটা ২০০৯/২০১০ এর UBISOFT এর Fiscal এ রিলিজ হবে বলে তারা জানিয়েছে। তারা জানিয়েছে যে গেমটি Core i7 এর জন্য বিশেষভাবে অপটিমাইজড করে বানানো হচ্ছে। তবে তারা অন্যান্য মাল্টিকোর প্রোসেসরের কথাও বলেছে।

অর্থাৎ হার্ডওয়্যার না পরিবর্তন করেও খেলার একটা সুযোগ হয়ত পাব আমরা। তারা গেমটিকে "One-of-a-kind RTS" বলেও পরিচয় দিচ্ছে যা গেমারকে শত্রুকে ধোকা দিতে দেবে এবং যার সবচেয়ে স্পেশাল জিনিসটা হল ক্যামেরা কনট্রোল। ক্যামেরাকে একেবারে যুদ্ধের মাঝে থেকে শুরু করে সমগ্র যুদ্ধের এলাকার উপরে [অনেকটা পৃথিবীর বাইরে] নেয়া যায়। গেমটা বানানো হচ্ছে এক্সক্লুসিভ IRISZOOMTM ইন্জিন দিয়ে। এই ইন্জিনের প্রধান বৈশিষ্ঠই হচ্ছে ক্যামেরা কন্ট্রোল।

UBISOFT এবং INTEL এখন থেকেই দেখানো শুরু করেছে যে কি কি সুবিধা গেমটি দিবে যদি এটাকে Core i7 এ খেলা হয়। ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট Elliot Garbus বলেছেন যে "গেমটিতে গেমার যা পাবে তা হল চমৎকার জুমিং টেকনোলজি যা দিবে স্যাটেলাইট থেকে মাটির একটা কীটের ভিউ পর্যন্ত জুমিং, অসাধারন AI যা ইউনিটগুলোর অনেক জটিল মুভমেন্ট নিয়ন্ত্রন করবে, এবং সর্বপরি এমন এক ফিজিক্স এর ব্যবহার যা আজ পর্যন্ত কোন গেমে ব্যবহার হয়নি। " গেমটির জন্য চমৎকার একটি ডিবাট ট্রেইলার তারা ছেড়েছে যা আমি নিজে দেখলাম এবং আনন্দে বললাম "সুবহানআল্লাহ"। আমি নিজে অপেক্ষা করছি গেমটির জন্য। দেখা যাক সামনে কি হয়।

আপনারা গেমার ভাইএরা যারা স্ট্রাটেজি গেম খেলেন তারা গেমটির রিকোয়ারমেন্টস থাকলে খেলতে পারেন গেমটি বের হলে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.