যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
অনেক উইন্ডোজ ২০০০ ও এক্সপি ইউজাররা ভার্চুয়াল মেমরী সমস্যায় পড়েন। এর সমাধান করতে হলে আপনাকে যা করতে হবে:
১. প্রথমে সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করুন-
Control-Alt-Delete চেপে টাস্ক ম্যানেজার এ যান। এখন প্রোসেস ট্যাব এ ক্লিক করুন। এখানে বর্তমানে চলছে এমন সব এপ্লিকেশনের লিস্ট দেখতে পাবেন। কোন প্রোগ্রাম কত মেমরি ইউজ করছে তা দেখতে পাবেন।
ভিউ মেনুতে গিয়ে কলাম সিলেক্ট করুন।
'ভার্চুয়াল মেমরী সাইজ' চেকবক্সে ক্লিক করে চেক দিন।
এখন টাস্ক ম্যানেজারে ভিমসাইজ কলাম দেখতে পাবেন।
ভিএমসাইজ কলামের উপরে ক্লিক করলে বড় থেকে ছোট সাইজ আকারে দেখা যাবে। বেশী মেমরী ইউজ করছে এমন কম প্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে দিন।
এরপর সেই প্রোগ্রাম আনইন্স্টল করে আবার রিইন্স্টল করতে পারেন যদি দরকারী প্রোগ্রাম হয়, তাদের অনলাইন ভেন্ডরের সাথেও কথা বলে দেখতে পারেন। এবার উইন্ডোজ রিস্টার্ট করুন।
২. টেম্পরারি ফাইল ডিলিট করে দেখতে পারেন:
* স্টার্টে যান ও 'অল প্রোগ্রাম' সিলেক্ট করুন
* সিলেক্ট Accessories->System Tools ->Disk Cleanup। যদি ড্রাইভ সিলেক্ট করতে বলে তাহলে 'সি' ড্রাইভ সিলেক্ট করুন।
* ডিস্ক ক্লিনআপ উইন্ডো আসবে ও টেম্পরারি ফাইল মুছে দিলে কতটুকু জায়গা খালি হবে সেটা দেখাবে।
সব ধরণের টেম্পরারি ফাইলের বক্সে চেক করুন ও 'ওকে' বাটনে ক্লিক করুন:
ভিউ ফাইলস বাটনে ক্লিক করে আপনি সব টেম্পরারি ফাইল দেখতে পাবেন। যেগুলো মুছতে চান না সেগুলো রাইট ক্লিক করে আনচেক করতে পারবেন। ডিস্ক ক্লিনআপ উইন্ডো জানতে চাইবে আপনি সত্যিই ক্লিন করবেন কিনা। ইয়েস বাটনে ক্লিক করুন। সব ফাইল মুছা শেষ হলে উইন্ডোটি নিজ থেকেই বন্ধ হয়ে যাবে।
৩. উইনডোজ যখন রান কবে তখন সে আপনার রেম এর সাথে সি ড্রাইভের একটা নিদিষ্ট অংশ কে ভাচুয়াল ম্যমোরি হিসাবে ব্যবহার করে যা আপনার পিসিকে রাম এর উপর চাপ কমিয়ে পিসিকে গতিশিল রাখে। আপনার সমস্যা সমাধানে সি ড্রাইভে কিছু যাযগা খালি করুন এবং My Computer রাইট ক্লিক করে Properties এ জান এখান থেকে Advance>Perfomance> Seting>advance>Virtual Memori> Change Customize Size ok করে বেরিয়ে আসুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।