মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
আজকে প্লাজা এ আর-এর সামনে দাড়ায়া চা-বিড়ি খাইতেছিলাম। হঠাৎ কইরা বোম ফাটার আওয়াজে চমকাইয়া দেখলাম, বাসের লগে হালকা টাচ খাইয়া এক মোটর সাইকেল আরোগী রাস্তায় ছ্যাচড়া খাইয়া পইড়া গ্যাছে। এক ইন্চির জন্য তার মাথাটা বাসের নিচে যায় নাই। তবে মানুষটা বাইচা গেছে মেইনলী তার মাথায় হেলমেট থাকার কারনে।
কারন সে যেমনে পিছলা খায়া পড়ছে তাতে হেলমেট না থাকলে মাথা ফাইটা ঘিলু বাড়ায় যাইতো। স্পট ডেড!!!!
যাই হোক, আল্লার রহমতে হে বাইচ্চা গ্যাছে, আমি সহ আশেপাশে থাকা প্রায় জনা বিশেক মানুষ দৌড়াইয়া গিয়া তারে নিয়া ফুতপাতে নিয়া বসাইলাম। তখন সে বেশি ধাতস্ত্ব হয় নাইকা। পাবলিকে বহুত হেল্পফুল দেখলাম আর বয়ানও দিতে দেখলাম। আমিও অবশ্য তারে কিছু বয়ান শুনাইছি।
কুনুই সহ শরীরে অনেক জায়গা ছিল্লা গ্যাছিলো। পানি ঢালা হইলো। লোকজনে সতঃফুর্ত সাহায্য করছে। বাংলাদেশে পাবলিকের আর যাই হোক এইসব কেসে খুব তাড়াতাড়ি আগায় আসে আর মমত্ববোধ নিয়া কাজ করে।
আর, আপনাদের উদ্দেশ্যে বয়ান, যারা মোটরসাইকেল চালান, তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন।
সেফটি ফাস্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।