আমাদের কথা খুঁজে নিন

   

মায়াবী জোছনালোক .


অপরিচিত কোন জোছনারাতে জোছনালোক হয়ে মায়াবী সংগীতে চলতে থাকবে মগ্ন আঁকিয়ের হাত, আর আমি নিশ্চুপ হেঁটে যাবো নৈশব্দে অন্ধকার ভিড় ঠেলে আরও একটু গভীরে অন্ধকারের কাছে । ফুলেল নকশায় আঁকিয়ে পথে দাগ বাতাসে যে বিষাদ মুছে যায় হাসনাহেনার ঘ্রাণে , আমি সেখানে তোমাকে ভেবে আরেকটু পথ আগাবো তোমার অপার মুগ্ধতায় মুগ্ধ হয়ে । পৃথিবীর অস্তমিত সূর্যের মাঝে তোমায় দেখতে চাইনা বলে জোছনালোকের জোছনাভেজা রাতে আরেকটি রাত কাটাই , জানি ,পৃথিবীর কিছু সত্য মাঝে মাঝে মিথ্যে হয়ে যায় তবু আমি অন্ধকার মুঠোয় বন্ধী করে তোমাকেই খুঁজবো । রাতজুড়ে ভেসে আসা মায়াবী সুরের আচ্ছন্নে নীলাভ জলে জমে থাকা সব কষ্ট মিলিয়ে দেবো গাঢ় নীলের আচ্ছাদন অন্ধকারে তোমাকে ভেবে গভীরে নদীর জলে । নিশ্চুপ নিয়ন আলোয় জেগে আছে যে রাতের পাখি যেখানে মৃদু একটা বায়ুপথ খেলে যায় নৈশব্দে সেখানে আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যাবো আমি তোমাকে ভেবে নিশ্চুপ কোন জোছনালোকের রাত্রির সারথি হয়ে । অন্ধকারে তারার ছায়া রেখা ধরে খসে পড়বে কোন অপরিচিত তারা , আর অগণিত শুন্যতার মাঝে আমার নীলাভ জলছায়ায় শব্দতরী দ্রবীভূত হয়ে যাবে ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।