একালের এই আলট্রামর্ডান লাইলিরা আর
দেশটা জুড়ে মজনু যারা আছে,
গড় হিসেবে তাদের মালিকানায়
তিনটা করে সিম সকলের কাছে।
এর মধ্যে দুইটা থাকে সচল,
কারন, দুটো সেট সকলের হাতে,
অবাক ব্যাপার এরপরেও দেখি
কথা বলা ফুরায়নাতো তাতে।
এক লাইলির মজনু জনা কয়েক
মজনুরও ঠিক লাইলি তেমন থাকে,
তাইতো ভীষন বিজি তারা ফোনে
টাইম দিতে হয় কখন যে হায় কাকে?
লাইলি মজনু এমন করেই দেশে
প্রেম করে যায় রনে বনে জলে,
উপর দিয়ে প্রেমের ভীষন প্রলেপ
ফাঁকা থাকে তাদের পুরো তলে।
তাই ভাবি, আজ ভাসাভাসি দেখে
দেশটা জুড়ে এমন প্রেমের টানে,
কোন মজনুর লাইলি যে কোন জনা
আল্লাহ ছাড়া আর কে ভালো জানে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।