" দুটি লোক পাশাপাশি ঘর তুললেন। একজন সেই ঘরের পুর্ব দিকে জানালা বানালেন যাতে পূর্বদিকের বাতাস ঘরে ঢুকে ঘর ঠান্ডা হয়, অপরজন ও তার ঘরের পূর্বদিকে জানালা করলেন, যাতে করে তিনি সালাতের জন্য আযান স্পস্ট শুনতে পান। তার মানে যিনি আযান শোনার জন্য পূর্বদিকে জানালা করলেন তার ঘরে কি বাতাস ঢুকবে না? "
আমরা যদি আমাদের জীবনটাকেও এরকম করে চিন্তা করি তাহলে এই আমি, আমার কাজ, চলাফেরা সবকিছুকে ঠিক রেখেও জিবনের একটা মহৎ দিক খুঁজে পেতে পারি যা শুধু নিজেকেই মহৎ করবে না বরং একটা মহৎ সমাজ ও তৈরি করবে, যার অপেক্ষায় আমরা সবাই;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।