ভীষন অসম্ভব
কিছুক্ষন আগে "বাংলাদেশের বিরুদ্ধে জামাতের যুদ্ধ ঘোষনা" পড়তে গিয়ে দেখলাম কিছু ব্লগার এমন সব কমেন্ট করতেছে যা অবিশ্বাশ্য...ভাবাই য়ায় না এই দেশের কোন সুস্থ মানুষ এই ধরনের চিন্তা করতে পারে..
বাংলা ব্লগ সবার জন্য উন্মক্ত। কিন্ত এগুলোর অবস্থা কি ? দেশ বিরোধী , জঙ্গীবাদী লোকজন পরিচয় লুকিয়ে বেনামে এমন সব কথা লিখছে ক্রমাগত যে বিষয় টা ভেবে দেখা উচিৎ।
ব্লগ কতৃপক্ষ যদি মোবাইল কোম্পানী কিংবা অন্য সব প্রতিষ্ঠানের মতো এখানেও পরিচয় নিশ্চিতকরন কোন ব্যাবস্থা করে তাহলে মনে হয় ভালো হবে...একজন মানুষের একটা পরিচয় একটা বল্গ।
জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে। দেশের বাইরের লোকজনের জন্য পাসপোর্ট নাম্বার কিংবা অন্যকিছু......
তাহলে মনেহয় ব্লগে যারা কধা বলবে তারা নিজ দ্বায়িত্বে কথা বলবে.....উল্টাপাল্টা , মিথ্যা, গালাগালি এসব আর হবেনা....
আসলে এগুলোতে হবে কিনা জানিনা....ব্লগে এইসব কথা শুনে মাথা ব্যাপক গরম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।