যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হবে, তা নিয়ে রাজনীতির মাঠে তোলপাড় । বলা বাহুল্য যে তা নিয়ে জনগনের মাথাব্যথা নেই । রাজনীতির সাথে কোনভাবে সম্পৃক্ত জনগন ছাড়া অন্য সাধারণ মানুষ এ বিষয় নিয়ে ভাবিত নয় ।
যেখানে নিজের ঘর থেকে বিদ্যুৱ পানির অভাবে মানুষ একরকম নিজেই উচ্ছেদ হবার যোগাড় সেখানে কয়েকশতকোটি টাকার পাহাড় বানানো সন্তানের বিধবা মায়ের বাড়ি হারানোর আহাজারি মানুষকে এখন আকৃষ্ট করে না । আর তার যখন আরো একখানা সরকারী বিলাসবহুল বাড়ি গুলশানে আছে তারপর তিনি বাড়ি ছাড়তে চান না কেন সেটা নিয়ে গবেষণার সময় পাবলিকের নাই । যদি এই দুইখানা বাড়িই জনগনের । জনগন জানে খালেদা জিয়া একটি বাড়ি ছেড়ে দিলে ও তাতে তাদের হক নাই , তাই এ বিষয়ে ভেবে লাভ নাই...
শেখ হাসিনার বাড়ি নিয়ে ও যেমন টানাটানি হয়েছিল তখনো জনগনের বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে দুচারটি মন্তব্য করার অভিপ্রায় ছিল । তবে আশার কথা ছিল আওয়ামী লীগ বিষয়টি নিয়ে খুব বেশি রাজনীতি করে নাই , কেননা তাতে ফায়দা ছিল না ।
বোধকরি বিএনপিও তাদের চেয়ারপার্সনের ঘরের বিষয় নিয়ে খুব বেশি মাঠ গরম করবেন না, তাতে ফায়দা কম ।
তার থেকে বিএনপি জনগনের চাওয়া পাওয়ার বিষয় নিয়ে রাজনীতি করুক । জনগন বিদ্যুতের জন্য মরিয়া দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ সঙগ্রাম চলছে । গতবারের দৌড় সালাউদ্দিন দেখলাম এবার শনির আখড়ায় সমর্থন জানিয়েছে । সেক্ষেত্রে বিপদ ।
কেননা এই বিদ্যুৎ উৎপাদন না হবার সকল ক্রেডিট বর্তায় রাজপুত এবং জোট সরকারের উপর, তাই বিএনপি এই ইস্যুকে কাজে লাগাতে খুব একটা উৎসুক নয় । কেননা তাতে থলের বিড়াল বেরিয়ে পড়ার সমুহ সম্ভবনা আছে ।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপি রাজনীতি করতে পারে, অবশ্য তার যে যুদ্ধাপরাধীদের বিচার চায়না কিঙবা এই ইস্যুতে তারা বোবা সেটা তার আগেই স্পষ্ট করেছে । তাই তারা শুধু নিজামীর সাথে বৈঠক শেষে বলেন তারা প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায়, সেই প্রকৃত বিষয়টার প্রকৃতি কি তা জানা নাই ।
তাই উপায়হীন হয়ে বিএনপি চেয়ারপার্সনকে খুশি করতেই তার ঘরবাড়ি নিয়ে টানাটানিতে যো দিয়ে আবার সেটা প্রমাণ করছে যে এদেশের কিছু রাজনীতিবিদ সবসময়ই মনে করে, দেশের থেকে দল বড়, দলের থেকে ব্যক্তিস্বার্থ বড় ।
সেই স্বার্থ যদি দলীয় নেত্রীর হয় তবে তো কোন কথাই নাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।