পাকিস্তানের সোয়াত প্রদেশে শরিয়া আইন মেনে নিয়ছে জারদারি-গিলানি
সরকার। তালেবানরা বলছে , এটা তাদের বিজয়। তারা ''বুনার'' জেলারও দখল নিতে চেয়েছিল। তালেবানদের প্রায় একশত সদস্যের মৃত্যুর পর তারা কিছুটা পিছু হটেছে। তবে বলেছে , তারা জিহাদ চালিয়ে যাবে।
এদিকে আজ সকালেই মার্কিন টিভিগুলোতে সচিত্র প্রতিবেদন দেখলাম।
ওবামা প্রশাসন খুবই উদ্বিগ্ন। মার্কিন বিদেশ মন্ত্রী হিলারী ক্লিনটন বলে দিয়েছেন, পাকিস্তানে মার্কিনী সামরিক অপারেশন সময়ের ব্যাপার মাত্র।
সোয়াত প্রদেশে শরিয়া আইন মেনে নিয়ে কাদের স্বার্থ রক্ষা করা হলো , সে কথাও জানতে চেয়েছেন হিলারী।
আফগানিস্তানে প্রস্তুত মার্কিন বাহিনী যে কোন সময় বড় ধরনের অপারেশন
চালাবে পাকিস্তানে।
সে রকমই ইংগিত দিলেন সে এলাকায় দায়িত্বরত মার্কিন জেনারেল।
ভাবতে অবাক লাগছে , শেষ পর্যন্ত পাক-ভারত উপমাহাদেশেই একটি
তালেবান রাষ্ট্রখন্ডের গোড়াপত্তন হতে যাচ্ছে !
সোয়াত বিজয়ের পর তালেবানরা আরো দখল নেবে !!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।