আমাদের কথা খুঁজে নিন

   

চর্যাপদ আবিষ্কারের শতবর্ষ ও নেপালে তার ভগ্নাংশ দর্শনের আশা

সকল অন্ধকারের হোক অবসান

বাংলা ভাষার এ যাবৎ কালের সবচেয়ে প্রাচীন নিদর্শন চর্যাপদ। এই বৌদ্ধধর্মগীতিকা আবিষ্কৃত হয় নেপালে। ১৯০৯ সালে। আবিষ্কর্তার নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। এখন ২০০৯ সাল।

আবিষ্কারের পর ১শ' বছর পেরিয়ে গেছে। এমন একটি মুহুর্তে আমি অবস্থান করছি নেপালেই। ভাবলাম জাতীয় জাদুঘরে যাই, চর্যাপদের কিছু অংশ হয় তো পাওয়া যাবে। কিন্তু পৌঁছানোর পর আশায় গুড়েবালি। চর্যাপদের কোনো খণ্ডিত অংশও চোখে পড়লো না।

আজ নেপালে লোকতন্ত্র দিবস। ভাবনা ছিলো রয়েল প‌্যালেসে যাবো। যেহেতু হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছেন রাজ দরবার থেকেই। কিন্তু লোকতন্ত্র দিবস থাকাতে রয়েল প‌্যালেস বন্ধ। আজ আবার ওদের মা দিবসও বটে।

যাহোক, চর্যাপদের আবিষ্কার যে দেশে হয়েছে সে দেশে সেই সান্ধ্য সঙ্গীতের ভগ্নাংশ দেখে যেতে পারলেও কম পাওয়া হবে না। তার ওপর বাংলাদেশে যখন চর্যাপদ আবিষ্কারের শতবর্ষ পালিত হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।