আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এক্সপির বিভিন্ন সমস্যার সমাধান এখানেই!!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

বিল গেটস কিংবা মাইক্রোসফট থেকে দায়িত্বপ্রাপ্ত না হলেও খুবই আনন্দের সঙ্গে এই কাজটি হাতে নিলাম। উদ্দেশ্য একটাই উইন্ডোজ এক্সপির ইউজাররা যেন উদ্ভূত সমস্যার সমাধানগুলো এখানেই পান। কম্পিউটার ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমি নিজেও অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছি, শিকার হয়েছি চরম ভোগান্তির। কিন্তু নিজেই সেসবের সমাধান করেছি।

এর ফলে আমাকে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। নিতে হয়েছে রিস্ক। বাকিরা যেন সময় অপচয় ও ভোগান্তির হাত থেকে রক্ষা পান তাই এই উদ্যোগ। আমি নিজে যেসব প্রোবলেম সল্‌ভ করেছি তেমন সমস্যায় অন্য কেউ পড়লে সমাধান দিব। তাছাড়া নতুন সমস্যাগুলোও সমাধানে চেষ্টা করবো।

আসলে শুধু আমিই নই, এখানে এক্সপির ইউজাররাই এক্সপি ইউজারদের সাহায্য করবেন। অর্থাৎ যে যেটার সমাধান জানেন, জানাবেন। এভাবে আমরা সহজেই সমস্যামুক্ত হতে পারি। বস্তুত এটি একটি সমবায় প্রয়াস। নিয়মটা সহজ।

আপনার সমস্যাটি নিঃশঙ্কচে বিস্তারিত মন্তব্যের ঘরে লিখুন। পরবর্তী সময়ে পোস্টটি চেক করুন। কিংবা ভালো হয় যদি বুকমার্ক করে রাখেন। আমি অথবা অন্য ব্লগার বন্ধুরা সমাধান দিবেন। এভাবেই বিষয়টি কন্টিনিউ হবে।

উল্লেখ্য, সলিউশনের দায়িত্ব সবার কিন্তু ব্যবহারের দায়ভার একার। প্রিয় ও সম্মানিত সব ব্লগারদের কাছে উদ্যোগটি সফল করার জন্য সহায়তা কামনা করছি। এক পোস্টেই উইন্ডোজ এক্সপির বিভিন্ন সমস্যার সমাধান পেলে আমরা সবাই উপকৃত হবো। সবাইকে অগ্রিম ধন্যবাদ। শুভ কম্পিউটিং! ------------------------------------- গ্রুপ ব্লগ থেকে মূল পোস্টে মন্তব্য লিখুন: Click This Link -------------------------------------


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.