ধাপের আনাচে কানাচে মৎস্য প্রজনন হয়...
একদিন ভুল পথে গিয়ে ভ্রান্ত যন্ত্রণায় ভুলেছি অনেক। সেইখানে যেতে যেতে দেখি অবিবেকী অতি বৈতনিক বিগলিত মানুষেরা তথাকথিত অভিজাত বসবাস করে। তাহাদের কঠিন অন্তরে ভ্রাম্যমান শঠতা অনেক। সেইসব ক্রুর কর্মপরায়নাতার মধ্যে কখনও সখনও প্রেম প্রীতি ভালোবাসা উঁকি দিতে চায়। কিন্তু তবু মানুষেরা হাসে কাঁদে সঙ্গমে যায়।
হৃদয় বলে যে এক উষ্ণ সরোবর তার ভেতরের খবর তারা রাখতে পারেনি। সেই প্রেমহীন নিধুবন জন্ম দেয় কুচক্রী কোন কোন বাধ্যবাধকতা। এর থেকে মুক্তি নেই এমন বারতা রটে যায় পাড়ায় পাড়ায়। ফলে নিদারুন পরাক্রমে কারা যেন খাস জমি বেচে। ধাপের আনাচে কানাচে মৎস্য প্রজনন হয়।
কখনও কখনও সাপ গিরগিটি অথবা কুমীর খামারের মধ্যে থাকে। কৃত্রিম প্রজননে মাতে। অথচ নিচু জমিটার আশেপাশে বেড়ে উঠা চালতা ছাতিম কালকাসুন্দাও থাকে। সেখানেও সোনালু তার হলুদ ফুল সবুজ খোঁপায় দেয়। অথচ মানুষের চৈতন্যের ভেতর কৃত্রিম শঠতাই ঘোরে।
এই সব প্রত্যরে পরে এমন কি রস রঙ্গে মাতে। খাল পাড়ে ঝিনুক শামুক। সেই ভুল পথে গিয়ে ভগ্ন শামুকে কাটে পা। তাই ছিল শাস্তির
নতুন শিরোপা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।