আগের মতো এবারও উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবে সেনাবাহিনী।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বৃহস্পতিবার বিকালে চতুর্থ উপজেলা পরিষদের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের এই দিনক্ষণ ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করা যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।
এক সপ্তাহ আগে গত রোববার প্রথম ধাপের তফসিল ঘোষণা করে ইসি, যাতে ৪০ জেলার ১০২টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি ভোটের তারিখ রাখা হয়।
সিইসি বলেন, “গতবারের মতো এবারও সেনাবাহিনী উপজেলা নির্বাচনে রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
সশস্ত্রবাহিনীর সদস্যরা কতো দিন নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবেন- সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সিইসি।
উপজেলা নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ইসির মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণার সময় কমিশনের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।